শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ০২:০৩:৫৬

গত তিন মাসে ভারতে আড়াই শ অমুসলিমের লা'শ সৎকার করল মুসলিমরা

গত তিন মাসে ভারতে আড়াই শ অমুসলিমের লা'শ সৎকার করল মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের মুম্বাইয়ের বাদা ক'বরস্থানের কর্মীরা গত তিন মাসে আড়াই শ অমুসলিমের সৎকার করেছেন। করোনা আক্রা'ন্ত হওয়ায় এসব অমুসলিমের সৎকারে এগিয়ে আসেনি তাদের স্বজনরা। মুম্বাইয়ের মেরিন লাইনে অবস্থিত এই কবরস্থানের কর্মীরা সৎকারের কাজগুলো করেছেন সম্পূর্ণ বিনা মূল্যে। লা'শ সৎকারের পাশাপাশি তাঁরা রোগীদের হাসপাতালে পৌঁছেও দিচ্ছেন।

করোনা আক্রা'ন্ত কোনো মৃ'ত ব্যক্তির লা'শ যদি তার স্বজনরা গ্রহণ করতে অস্বীকার করে তখন হাসপাতাল কর্তৃপক্ষ সৎকারের জন্য তাঁদের খবর দেয়। কবরস্থান কর্মীরা জানান, রোগী ও লা'শ পরিবহনের জন্য তাঁরা প্রথমে বেসরকারি অ্যাম্বুল্যান্স সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তারা তা অস্বীকার করে। ফলে তাঁরা নিজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলেন। ছয়টি পরিত্য'ক্ত অ্যাম্বুল্যান্স মেরামত করে তা এই কাজে ব্যবহার করেছেন তাঁরা।

ক'বরস্থান কর্মীদের ১০ সদস্যের একটি দল লা'শ সৎকারে কাজ করছে। পুলিশ ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ীই মুসলিম কর্মীরা কাজ সম্পন্ন করছেন। তাঁরা বলেন, কোনো কোনো মৃ'ত ব্যক্তির পরিবার সামান্য অর্থ দিতে চাইলেও তাঁরা তা গ্রহণ করেন না। সূত্র : মুসলিম মিরর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে