শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ০৯:৪৫:২৩

ভারতে জামিন পেল তাবলিগের ৮২ বাংলাদেশি

ভারতে জামিন পেল তাবলিগের ৮২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউনের সময় দিল্লির নিমাজউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়ায় আ'টক ৮২ বাংলাদেশি জামিন পেয়েছেন। শুক্রবার দিল্লির একটি আদালত তাদের জামিন দেয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশি এসব নাগরিকদের বিরু'দ্ধে করোনা প্রা'দুর্ভাবের সময় তাবলিগ-জামাতে যোগ দিয়ে ভিসা শর্ত ভ'ঙ্গ, অবৈ'ধভাবে ধর্মপ্রচার কাজে যোগদান এবং সরকারের বিধি ভ'ঙ্গ করার অভি'যোগ আনা হয়েছে।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর প্রত্যেককে ১০ হাজার টাকার বন্ডে নিজ মুচ'লেকায় জামিনে মুক্তি দেন। শুনানি চ'লাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত করা হয়েছিল আ'টক বাংলাদেশিদের।

বাংলাদেশিদের পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আশিমা মন্ডল ও মন্দাকিনি সিং জানিয়েছেন, শুক্রবার আদালতে আ'ত্মপ'ক্ষ সমর্থন করে জবাব দিয়েছেন আসা'মিরা। এতে তারা দো'ষ স্বী'কার করে ল'ঘুদ'ণ্ডের আবেদন করেছেন।

ভারতীয় দ'ণ্ডবি'ধি অনু'যায়ী, কোনো অপ'রাধ সমাজের আর্থ-সামাজিক অবস্থাকে প্রভাবিত না করলে এবং কোনো নারী বা ১৪ বছরের নিচে কোনো শিশুর বিরু'দ্ধে অপ'রাধ না হলে দো'ষ স্বী'কার করা হলে সর্বোচ্চ সাত বছরের কারাদ'ণ্ডের বিধান রয়েছে।দিল্লিতে তাবলিগ জামাতের সদর দফতর ‘বাংলাওয়ালি মসজিদ’ বা ‘মারকাজ নিজামুদ্দিনে’ মার্চ মাসে সমাবেশে অংশ নিয়েছিলেন এসব বাঙালীরা।

ওই সময় মারকাজে যোগ দেওয়ায় করোনা ছা'ড়ানো হচ্ছে ভারত জু'ড়ে- এমন আত'ঙ্ক তৈরি হয়। সমালো'চনার মু'খে পড়ে দিল্লির নিজামউদ্দিন মারকাজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে