শনিবার, ১১ জুলাই, ২০২০, ০১:৫০:৫৪

করোনার ভ্যাকসিন তৈরির জন্য ৩৩০০ কোটি টাকা দান করলেন এই ব্যবসায়ী

করোনার ভ্যাকসিন তৈরির জন্য ৩৩০০ কোটি টাকা দান করলেন এই ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ভ্যাকসিন তৈরিতে কালঘাম ফে'লছেন বিজ্ঞানীরা। কিন্তু এখনও তেমন ফলপ্রসূ ভ্যাকসিনের খোঁ'জ মে'লেনি। এই পরিস্থি'তিতে ভ্যাকসিনের কাজ যাতে দ্রু'ত গতিতে এগোয়, সে কারণে ৩৩০০ কোটি টাকা দান করলেন ভারতীয় ব্যবসায়ী লক্ষ্মী মিত্তল।
 
গো'টা দুনিয়াটাকে যেন গ্রা'স করে নিচ্ছে মা'র'ণ ভাইরাস করোনা। সারা বিশ্বের বিজ্ঞানীরা দিনরাত কাজ করে চ'লেছেন করোনার ভ্যাকসিন দ্রু'ত তৈরিতে। কিন্তু এখনও নির্ভরযোগ্য কোনও ভ্যাকসিনের স'ন্ধা'ন পাওয়া যায়নি। এরই মাঝে এগিয়ে এলেন ভারতীয় ব্যবসায়ী লক্ষ্মী মিত্তল। মানুষকে বাঁ'চানোর স্বা'র্থে ভ্যাকসিন তৈরির জন্যে ৩৩০০ কোটি টাকা দান করলেন তিনি!

লক্ষ্মী মিত্তলের ঘনি'ষ্ঠ ম'হল সূ'ত্রে জানা গেছে, ওই বিপুল পরিমাণ অর্থ তিনি দিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনোলজি বিভাগকে। এই বিভাগটি জেনার ইনস্টিটিউটের অ'ন্তর্গ'ত। আরো জানা গিয়েছে, লক্ষ্মী মিত্তলের ওই অনুদানের পর ইনস্টিটিউটের নামও পা'ল'টে দেওয়া হয়েছে। নতুন নাম হয়েছে লক্ষ্মী মিত্তল অ্যান্ড ফ্যামিলি প্রফেসরশিপ অফ ভ্যাকসিনো'লজি। 

২০০৫ সালে অক্সফোর্ড ও ইউকে ইনস্টিটিউট ফর অ্যানিম্যাল হেলথের যৌথ অংশীদারিতে তৈরি হয়েছিল জেনার ইনস্টিটিউট। বর্তমানে বিশ্বের যে কটি ভ্যাকসিনকে নিয়ে আশার আলো দেখা যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ডের ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হো-ও তা'কিয়ে আছে অক্সফোর্ডের ভ্যাকসিনের দিকেই। সেই ভ্যাকসিনের কাজ যাতে দ্রু'ত গতিতে চলে, তার জন্যেই অনুদান দিলেন লক্ষ্মী মিত্তল।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড জানিয়েছেন, 'করোনার ভ্যাকসিনটি নিয়ে আমরা প্রচ'ন্ড আশাবাদী। কিন্তু সবকিছু ঘোষণা করার আগে আমরা দেখে নিতে চাইছি, বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন প্রতিরো'ধ ক্ষ'মতা গড়ে তু'লতে পারে কিনা।' শুধু তাই নয়, যে সমস্ত দেশের জনসংখ্যা বিপুল সেখানে এই ভ্যাকসিন কোনও সুর'ক্ষা দিতে পারে কি না, তাও বোঝার চেষ্টা চ'লছে।

তবে, চিন্তার বিষয় হল, এই ট্রা'য়াল সফল হলেও চলতি বছরের শেষের দিকের আগে এই ভ্যাকসিন বাজারে আনা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। তবে, ভ্যাকসিন তৈরির কাজে যাতে কোনও ব্যা'ঘা'ত না ঘ'টে, সেই কারণে লক্ষ্মী মিত্তলের এই বিপুল পরিমাণ অর্থ সাহায্য বিশেষ কাজে লাগবে বলেই মনে করছে ওয়াকিবহা'ল মহল।সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে