রবিবার, ১২ জুলাই, ২০২০, ১১:১৭:২৬

অবশেষে মাস্ক পরতেই হলো ট্রাম্পকে

অবশেষে মাস্ক পরতেই হলো ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক :  করোনাভাইরাস মহামা'রি শুরুর পর থেকে জো'র গলায় বার বার বলে আসছিলেন তিনি মাস্ক পরবেন না। অবশেষে বাধ্য হয়ে মাস্ক পরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো জনসম্মুখে মুখে মাস্ক পরে বের হন তিনি। ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেখানে তিনি আহ'ত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় ট্রাম্প বলেন, আমি বরাবরই মাস্কের বিরু'দ্ধে, কিন্তু আমার মতে, সেটার জন্য একটা নির্দিষ্ট সময় এবং জায়গা রয়েছে। হোয়াইট হাউজ থেকে বের হওয়ার সময় তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বলেছিলেন, মাস্ক পরবেন না। মাস্ক পরার জন্য ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে তিনি ব্যাঙ্গও করেছেন। তবে শনিবার (১১ জুলাই) তিনি বলেন, আমি মনে করি, যখন আপনি হাসপাতালে থাকবেন, বিশেষ করে এ রকম নির্দিষ্ট অংশে, যখন আপনার অনেক সৈনিক এবং মানুষজনের সঙ্গে কথা বলতে হবে, যাদের কেউ কেউ মাত্রই অপারেশন টেবিল থেকে ফিরেছেন, তখন মাস্ক পরা খুব ভালো একটা ব্যাপার। সূত্র: বিবিসি বাংলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে