রবিবার, ১২ জুলাই, ২০২০, ০২:৩০:৩৩

ব্যাংকের পুরো শাখাই নকল, তিন মাস ধরে চলে লেনদেন!

 ব্যাংকের পুরো শাখাই নকল, তিন মাস ধরে চলে লেনদেন!

আন্তর্জাতিক ডেস্ক : দেখতে আর পাঁচটা ব্যাংকের শাখার মতোই। বাইরে বড় সাইন বোর্ড। ভিতরের অবস্থাও পুরো ব্যাংকের মতই। কর্মীরা কাজ করছেন, গ্রাহকরা লেনদেন করছেন। তবে অবিশ্বাস্য হলেও সত্য যে, ব্যাংকের এই পুরো শাখাটি নকল।

ব্যাংকের শাখা খুলে মানুষকে ঠকানোর জা'ল পেতেছিল প্রতারকরা! ভারতীয় স্টেট ব্যাংকের এই ভু'য়া শাখার সন্ধান পেয়েছে পুলিশ। দেশটির তামিলনাড়ু রাজ্যের কুড্ডালোর জেলার পানরুত্তি এলাকায় এই ঘটনা ঘটেছে।

এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, গত ৩ মাস ধরে ব্যাংকের ওই ভু'য়া শাখাটি চলছিল। বিষয়টি নজরে আসার পরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তরফে বিষয়টি পুলিশের কাছে জানানো হয়। অভি'যোগ পেয়ে শুক্রবার ব্যাংকের ওই ভু'য়া শাখাটিতে হা'না দেয় পুলিশ। তারা সেটিকে সিল করে দেয়।

এই জা'লিয়াতিতে জ'ড়িত থাকার অভি'যোগে তিন জনকে গ্রে'ফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন ব্যাংকের এক সাবেক কর্মীর ছেলে। তার বাবা ব্যাংকে সাবেক কর্মী হওয়ার সুবাদে বছরের পর বছর নিয়মিত ব্যাংকে যাতায়াত ছিল তার। ফলে ব্যাংকে কীভাবে কাজ হয়, তাও নখদর্পণে ছিল তার। এই অভিজ্ঞতাকে প্র'তারণার কাজে লাগিয়েছিলেন ওই ব্যক্তি।

যদিও পুলিশের দাবি, এখানে টাকা রেখে প্র'তারণার কোনো অভি'যোগ তাদের কাছে জমা পড়েনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্টেট ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই শহরের স্টেট ব্যাংকের অন্য একটি শাখা থেকে প্রথম এই ভু'য়া শাখাটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর যায়। এরপর শুরু হয় তদ'ন্ত। যার ভিত্তিতে ভু'য়া শাখা চালানোর অভি'যোগ করে পুলিশের দ্বারস্থ হয় ব্যাংক কর্তৃপক্ষ। এর পরে পুলিশ গিয়ে শাখাটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি ৩ জনকে গ্রেফ'তার করে।

যদিও এই ঘটনায় এখনও কোনও গ্রাহক অভি'যোগ দায়ের করেনি। জানা গিয়েছে, মূল অভি'যুক্ত বছর উনিশের ওই যুবকের মানুষকে প্র'তারণার কোনো উদ্দেশ্য ছিল না। নিজের ব্যাংক খুলতে চেয়েছিল সে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে