আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়তে পারে। এ তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে ভারত পাকিস্তানসহ তিনটি দেশ। এতে প্রবাসী বাংলাদেশিদের চাকরি হা'রানোর শ'ঙ্কা আরো বাড়বে। এদিকে সোমবার রোমে নতুন করে করোনা শনা'ক্ত হওয়া ২১ জনের মধ্যে ২০ জনই বাংলাদেশি।
ইতালিতে আবারো সং'ক্রমণ ছড়িয়ে পড়ার জন্য বিদেশি নাগরিকদের দায়ী করছে দেশটির কর্তৃপক্ষ। অন্য দেশের নাগরিকরা ভাইরাস বহ'ন না করলে করোনায় আক্রা'ন্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসতো বলে দাবি ইতালির স্বাস্থ্যমন্ত্রীর।
এ অবস্থায় বাংলাদেশের পর স্পেন থেকে আসা ১১ পেরুভিয়ান নাগরিককে ফিরিয়ে দিয়েছে ইতালি। সেইসঙ্গে নতুন করে তিনটি দেশসহ ১৬টি দেশের নাগরিকদের আগামী ৩১ জুলাই পর্যন্ত ইতালিতে প্রবেশে নিষে'ধাজ্ঞা জা'রি হতে যাচ্ছে। দেশটির জ'রুরি অবস্থা বাড়তে পারে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশিদের ইতালির প্রবেশে নিষে'ধাজ্ঞার সময়সীমা বাড়ার খবরে উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। অন্যদিকে বাংলাদেশে আট'কে পড়া ইতালি প্রবাসীরদের আকুতি ফিরে আসার। সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।
এরইমধ্যে নতুন একটি অধ্যাদেশে, সদ্য ফেরা প্রবাসীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এ আইন অমান্যকারীদের ফৌজদারি অপরা'ধের আওতার আনা হবে।
এদিকে লকডাউন উঠে যাবার পর ইতালিতে দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি, সমুদ্র সৈকতও খুলে দেয়া হয়েছে। রোমের অস্ট্রিয়ার সমুদ্রসৈকতে দেখা যায় উপচে পড়া ভিড়। তবে ছিলো কোনো সামাজিক দূরত্ব কিংবা সরকারি নির্দেশনা মানার বালাই।