মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ০৬:০০:১৭

বিশ্ববিদ্যালয়ে অনুবাদসহ পবিত্র কোরআন পড়ানোর বিল সর্বসম্মতিতে পাশ পাকিস্তানে

বিশ্ববিদ্যালয়ে অনুবাদসহ পবিত্র কোরআন পড়ানোর বিল সর্বসম্মতিতে পাশ পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : এবার সব বিশ্ববিদ্যালয়ে অনুবাদসহ কোরআন পাঠের বিল পাশ করেছে পাকিস্তানের জাতীয় সংসদ। গতকাল সোমবার স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে এক সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সংসদীয় বিষয়ক মন্ত্রী আলি মুহাম্মাদ খান বিশ্ববিদ্যালয়ে কোরআনের অনুবাদ পাঠের প্রস্তাবনা পেশ করলে সংসদের সর্বসম্মতিতে তা পাস হয়। খবর পাকিস্তান টুডের।

প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে যেসব প্রদেশের বিশ্ববিদ্যালয়ে অনুবাদসহ কোরআন পড়ানো হয় না তাদের অনুবাদসহ কুরআনের পাঠ দেওয়া উচিত। মাতৃভাষা উর্দুতে পবিত্র কুরআনের অনুবাদ পাঠের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য জ্ঞানের নতুন পথ উন্মু'ক্ত হবে। উল্লেখ্য, সম্প্রতি পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদসহ পবিত্র কুরআন পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের জন্য অনুবাদসহ কুরআন পাঠের শ'র্তারো'প করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে