বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ০৭:৪৮:৪৮

পুলিশি অ'ত্যা'চারে কী'টনা'শক খেলো দ'লিত পরিবার

পুলিশি অ'ত্যা'চারে কী'টনা'শক খেলো দ'লিত পরিবার

আন্তর্জাতিক ডেস্ক : তাঁদের অ'পরা'ধ, তাঁরা দ'লিত। তাঁদের অপ'রা'ধ, জমি চাষ করার জন্য ভাগচাষী নি'য়োগ করেছিলেন। দুই লাখ টাকা ধা'র নিয়ে জমি ও চাষের টাকা জো'গাড় করে ফসল ফ'লিয়েছিলেন। কোনওরকম আগাম সত'র্কতা ছাড়াই হঠাৎ একদল পুলিশ এসে বুধবার সেই ফসল ন'ষ্ট করতে শুরু করে। ওই ফসলই ছিল রাজকুমার, সাবিত্রী ও তাঁদের বাচ্চাদের সারা বছর টিকে থাকার সম্বল।

তাঁরা সেই সম্বল হা'রানোর আ'শ'ঙ্কায় পু'লিশকে বা'ধা দেন। আর তাতেই শুরু হয় মা'র। পুলিশের নি'ষ্ঠুর লা'ঠির বাড়ি। সাবিত্রী স্বামীকে বাঁ'চাতে আ'ড়াল করে দাঁড়ান। দুই মহিলা পুলিশ কর্মী তাঁকে টে'নে হিঁ'চড়ে স'রিয়ে দেন। রাজকুমারের ওপর চলে অক'থ্য অ'ত্যাচা'র। যে দ'লিত পরিবার বেঁ'চে থাকার জন্য টাকা নিয়ে ওই জমিতে ফসল ফলিয়েছে, তাঁ'দের উপরেও অ'ত্যাচার চা'লায় পুলিশ।

ওই মা'রের পর রাজকুমার ও সাবিত্রী কী'টনা'শক খেয়ে আ'ত্ম'হত্যা করার চেষ্টা করেন। ত'তক্ষ'ণে চৈ'তন্য ফেরে পুলিশের। তারা জো'র করে রাজকুমার ও সাবিত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যব'স্থা করে। প্রা'ণে বেঁ'চে গেছেন রাজকুমার ও সাবিত্রী।

জেলা কালেক্টর এস বিশ্বনাথন বলেছেন, ''ওই জমিতে সরকারি মডেল কলেজ হওয়ার কথা। গাব্বু পারিদি জমি জ'বরদ'খল করেছিল। তার কাছ থেকেই রাজকুমার টাকা দিয়ে চাষ করার জন্য জমি নেন। তাঁদের জমি খালি করে দিতে বলার পর তাঁরা কী'টনা'শক খান।'' সরকারি আমলা যে ভাবে ঘটনার ব্যাখ্যা করেছেন তাতে মনে হচ্ছে, খুবই সাধারণ ঘটনা। কিন্তু পুলিশ ও প্রশাসনের নির্ম'মতার ভি'ডিও ভাই'রাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। শুরু হয় হ'ইচই।

মধ্যপ্রদেশের গুণায় এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জেলাশাসক ও এসপিকে বদ'লি করে দিয়েছেন। তদ'ন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই নির্ম'ম ঘটনার শাস্তি দুই আমলার বদলি মাত্র। তদ'ন্ত রিপোর্ট একদিন আসবে। ততদিনে রাজকুমারকে নিয়ে হ'ইচই বন্ধ হয়ে যাবে। হয়ত দেখা যাবে, পুলিশের কাজে বা'ধা দেওয়ার জন্য রাজকুমারের বিরু'দ্ধেই মা'মলা করে দেওয়া হয়েছে।

দ'লিতরা এখনও এই ভাবেই মা'র খান। গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো একের পর এক রাজ্যে দ'লিতদের ওপর অ'ত্যা'চারের ঘ'টনা ঘ'টতে থাকে। মেধাবী দ'লিত ছাত্র রোহিত ভেমুলাকে আ'ত্মহ'ত্যা করতে হয়েছিল। প্রথমে কিছুদিন তা নিয়ে হই'চই হয়েছিল। তারপর আবার ধা'মাচা'পা পড়ে যায়।

এখানেও রাজনৈতিক স্ত'রে প্র'তিবাদ শু'রু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ বলেছেন, ''সরকারি জমি দ'খল করার ক্ষেত্রে আইনি পথে ব্যবস্থা নেওয়া যেত। দ'লিত চাষীকে মা'রার অধিকার কে পুলিশকে দিয়েছে?''

ভারতে দ'লিত, আদিবাসীদের ওপর অ'ত্যাচার করলে ক'ড়া শা'স্তির ব্যবস্থা আছে। বিশেষ'জ্ঞদের বক্তব্য, আইন তো কত বিষয়েই আছে। তা সত্ত্বেও অ'ত্যাচার থামছে না। দৃ'ষ্টান্তমূ'লত শা'স্তিও হচ্ছে না। তাঁদের প্রশ্ন, ভি'ডিও থাকা স'ত্ত্বেও কেন ওই পুলিশ কর্মীদের বিরু'দ্ধে অবিলম্বে শা'স্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না?-dw

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে