শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ০৫:৩৭:৩৭

সেীদি হা'মলায় ধ্বং'স্তুপে ইয়েমেনের বিয়ে বাড়ি, নিহ'ত ২৫

সেীদি হা'মলায় ধ্বং'স্তুপে ইয়েমেনের বিয়ে বাড়ি, নিহ'ত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : সেীদি হা'মলায় ধ্বং'স্তুপে পরিণত ইয়েমেনের একটি বিয়ে বাড়ি। ইয়েমেনের আল-জাউফ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি জো'টের বো'মা হা'মলায় অন্তত ২৫ জন নারী ও শিশু হ'তাহ'ত হয়েছে। ইরান এই হ'ত্যাকা'ণ্ডের নি'ন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সমাজের নীর'বতার সুযোগে সৌদি আররের নেতৃ'ত্বে ইয়েমেনে যু'দ্ধাপরা'ধ চ'লছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মু'খপা'ত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ইয়েমেনিদের জীবন র'ক্ষায় এগিয়ে আসতে আন্তর্জাতিক সং'স্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেসব দেশ ঘা'তকদের হাতে ধ্বং'সাত্ম'ক অ'স্ত্র ও বো'মা তু'লে দিচ্ছে তারাও এসব হ'ত্যাকা'ণ্ডের জন্য দা'য়ী।

আব্বাস মুসাভি আরও বলেছেন, সৌদি জোট ইয়েমেনে নি'র্বি'চারে শিশু হ'ত্যা অ'ব্যাহ'ত রাখলেও রাজনৈতিক চা'প ও অর্থের কাছে নতিস্বী'কার করেছে জাতিসংঘ। তারা শিশু ঘা'তক দেশগুলোর তা'লিকা থেকে সৌদি আরবের নাম বাদ দিয়েছে। 

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আ'গ্রা'সন চা'লিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। আর এসব দেশকে মা'রণা'স্ত্র ও গোয়েন্দা ত'থ্য দিয়ে সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ। সূত্র: রেডিও তেহরান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে