শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১১:৩৭:৪২

এবার আরেক ভ'য়াবহ পরিস্থিতির মুখে চীনের উহান

এবার আরেক ভ'য়াবহ পরিস্থিতির মুখে চীনের উহান

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে অনেকটা নাজেহাল হয়েছিল চীনের উহান শহর। এবার প্রবল বৃষ্টিপাতে কয়েকদশকের মধ্যে ভ'য়াবহ বন্যা প'রিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। এরই মধ্যে উহান শহরসহ আরও কয়েকটি স্থানে রেড এলার্ট ঘোষণা করেছে চীন। বৃষ্টিতে নদী, হৃদের পানি উপচে যাওয়ায় উহান শহর এবং আনহুই, জিয়াংশি ও ঝেঝিয়াং প্রদেশে শুক্রবার সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করা হয়।

উহানে বন্যার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা ভে'ঙ্গে পড়েছে। এতে বি'ঘ্ন হচ্ছে করোনা মো'কাবেলা কর্মসূচি। বৃষ্টিতে উহানের ইয়াংজি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সেখানকার অধিবাসীদের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে কর্তৃপক্ষ। এছাড়া, জিয়াংসি প্রদেশে পয়্যাং হ্রদের পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও পূর্বে সাংহাইয়ের একটি হৃদের পানি বিপ'দসীমার ওপরে চলে যাওয়ায় সেখানেও রেড এলার্ট জা'রি হয়েছে।

বন্যার কারণে করোনাভাইরাস মো'কাবেলার কাজ সহ অর্থনৈতিক কর্মকাণ্ড ধা'ক্কার মুখে পড়েছে। আবারো মুখ থুবড়ে পড়তে যাচ্ছে চীনের অর্থনীতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে