শনিবার, ১৮ জুলাই, ২০২০, ০৩:২৯:১৪

খু'নিকে ধ'রিয়ে দেয় ফাহিমের একটা টেক্সট মেসেজ

খু'নিকে ধ'রিয়ে দেয় ফাহিমের একটা টেক্সট মেসেজ

আন্তর্জাতিক ডেস্ক : রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র ব্যক্তিগত সহকারী থাকা অবস্থায় প্রায় এক লাখ ডলার বা প্রায় ১ কোটি টাকা চুরি করেছিল স'ন্দেহভাজন খুনি টাইরিস হাসপিল। নিউ ইয়র্ক টাইমস ও ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা গেছে, এ ঘটনায় ফাহিম কোনও আইনগত ব্যবস্থা না নিয়ে হাসপিলকে কিস্তিতে টাকা ফেরত দেওয়ার পথ বাতলে দিয়েছিলেন।

নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, ঘটনা সম্পর্কে অবগত ৩ জন কর্মকর্তা তাদের জানিয়েছেন, মোটোমোটি ৯০ হাজার ডলার চুরি করেছিল হাসপিল। ফাহিম তাকে নিজের প্রতিষ্ঠান থেকে বরখা'স্ত করেছিলেন। তবে তার বিরু'দ্ধে পুলিশের কাছে কোনও অভি'যোগ করেননি। বরং হাসপিল যেন কিস্তিতে টাকাটা ফেরত দিতে পারে, তার পথও বাতলে দিতে চেয়েছিলেন তিনি।

ডেইলি মেইলের প্রতিবেদনে পুলিশ সূত্রকে উ'দ্ধৃত করে বলা হয়েছে, গোয়েন্দারা ফাহিমের ফোনে পাওয়া একটা টেক্সট মেসেজে এই টাকা চুরির ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার পর হাসপিলের ওপর নজ'রদারি শুরু করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে