শনিবার, ১৮ জুলাই, ২০২০, ০৫:৩৯:৪৪

দু'দেশের সেনাবাহিনী ট্যাংক- ভারী অ'স্ত্র নিয়ে ল'ড়াই শুরু, নিহ'ত শত শত

দু'দেশের সেনাবাহিনী ট্যাংক- ভারী অ'স্ত্র নিয়ে ল'ড়াই শুরু, নিহ'ত শত শত

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে করোনাভাইরাস মহামা'রি আকারে ছড়িয়ে যাওয়ার মধ্যেই মধ্য এশিয়ার দুই বৈরি প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়া নতুন করে পুরোদস্তুর যু'দ্ধের শঙ্কা তৈরি করেছে। গত ১০ জুলাই থেকে আর্মেনিয়ার উত্তর-পশ্চিমে তাভুশ সীমান্তে দু'দেশের সেনাবাহিনী ট্যাংক এবং কামানের মতো ভারী অ'স্ত্র নিয়ে ল'ড়াই শুরু করেছে। আজারবাইজানের সরকারি হিসেবে একজন মেজর জেনারেল র‌্যাঙ্কের কর্মকর্তাসহ তাদের ১১ জন সৈন্য মা'রা গেছে।

আর্মেনিয়া স্বীকার করেছে, একজন মেজর এবং একজন ক্যাপ্টেনসহ তাদের চারজন সেনা মা'রা গেছে। যদিও আজারবাইজানের দাবি, ওই সংখ্যা শত শত। দু'পক্ষই বলছে, বেসামরিক লক্ষ্যবস্তুতেও গোলাব'র্ষণ করা হচ্ছে। এতে সাধারণ মানুষ মা'রা যাচ্ছে।

পারমাণবিক স্থাপনায় হামলার হু'মকি: রুশ পত্রিকা প্রাভদা আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ভাজিফ দারগিয়াখিলকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে, আজারবাইজানের কৌশলগত গুরুত্বপূর্ণ যে কোনো স্থাপনায় হা'মলা হলে আর্মেনিয়ার মেটসামোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণা'স্ত্র হা'মলা চা'লানো হবে।

তিনি আরো বলেন, আর্মেনিয়া যেন মনে রাখে যে, আমাদের সেনাবাহিনীর হাতে এমন ক্ষে'পণাস্ত্র রয়েছে যা নিখুঁ'তভাবে লক্ষ্যব'স্তুতে আঘা'ত করতে সক্ষম। আমাদের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ করে মিনগেচভিক জলাধারে আঘা'ত করলে, আর্মেনিয়াকে ট্রাজেডি ভোগ করতে হবে।

মঙ্গলবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে করোনাভাইরাস সং'ক্রমণ আট'কাতে দেওয়া বিধিনিষেধের তোয়াক্কা না করে হাজার হাজার মানুষ সহিংস বি'ক্ষোভ করে আর্মেনিয়ার বিরু'দ্ধে সর্বাত্মক যু'দ্ধ শুরুর দাবি করে। জাতীয় পতাকা নিয়ে মানুষজন স্লোগান তুলেছে, নাগোরনো কারাবাখ আজারবাইজান, অর্থাৎ দ্রুত সৈন্য পাঠাও। এ ধরনের প'রিস্থিতির পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মাথা ঠাণ্ডা রাখার জন্য দু'দেশের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্র খুবই উ'দ্বিগ্ন এবং তিনি দুই দেশের মধ্যে দ্রুত শান্তি প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আজারবাইজানকে রক্ষার জন্য বিন্দুমাত্র দ্বিধা তিনি করবেন না। সূত্র : বিবিসি বাংলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে