আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নিজের বিলাশবহুল ফ্লাটে খু'ন হয়েছেন অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং ‘পাঠাও’ এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। গত সোমবার তাকে হ'ত্যা করা হলেও মঙ্গলবারও তার ফ্ল্যাটে ঢু'কেন খু'নি। গোয়েন্দা সূ'ত্রকে উদ্ধৃ'ত করে বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
খবরে বলা হয়, গত সোমবার ফাহিম সালেহকে নিউয়র্কের ম্যানহাটন এলাকায় অবস্থিত তার ফ্ল্যাটে খু'ন করা হয়। ফাহিশের লা'শ তার ছোট বোন শনা'ক্ত করেন, যিনি তাকে খুঁ'জতে ফ্ল্যাটটিতে গিয়েছিলেন। তিনি দেখতে পান ফাহিমের শরীর থেকে মাথা, হাত ও পা বি'চ্ছি'ন্ন অবস্থায় পড়ে আছে।শরীরের একটা অংশ পাশের একটি প্লাস্টিক ব্যাগে ভ'রা। আর পাশেই পড়ে ছিল একটি ইলেকট্রিক ক'রাত। এরপর পুলিশ সেই অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের ক্ষ'তবিক্ষ'ত ম'রদেহ উদ্ধা'র করে।
মার্কিন গোয়েন্দারা ধারণা করছেন, খু'ন করার পরের দিন মঙ্গলবার খু'নি ফে'র ফাহিমের ফ্ল্যাটে প্রবেশ করেন। ওই খু'নি ফাহিমের লা'শ টু'করো টু'করো করে ব্যাগে ভরার চে'ষ্টা করেন এবং হ'ত্যার আলা'মত ন'ষ্ট করার চেষ্টা করেন।
এদিকে, গতকাল শুক্রবার ফাহিমকে হ'ত্যার ঘ'টনায় তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভোঁ হাসপিলকে গ্রে'প্তার করা হয়েছে। তার বিরু'দ্ধে ‘সেকেন্ড ডিগ্রি মা'র্ডারে’র অভি'যোগ দায়ের করা হয়। আজ শনিবার তাকে আদালতে তো'লা হচ্ছে।