শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১১:৪২:২১

যু'দ্ধের প্রস্তুতি নিশ্চিতে সামরিক মহড়ার নির্দেশ

যু'দ্ধের প্রস্তুতি নিশ্চিতে সামরিক মহড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : যু'দ্ধের প্রস্তুতি নিশ্চিতে সেনাবাহিনীকে বড় আকারে সামরিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে শুক্রবারই এই মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়। খবর আল জাজিরার।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে সুরক্ষা নিশ্চিত করতে পুতিন দেড় লাখ সেনা সদস্য এবং কয়েকশ বিমান ও নৌযান নিয়ে মহড়া চালাতে বলেছেন।

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌ, বিমান ও স্থলবাহিনী অংশগ্রহণ করছে। রাশিয়ার যু'দ্ধের প্রস্তুতির সক্ষমতা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয় বলে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এক বিবৃতিতে জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে