রবিবার, ১৯ জুলাই, ২০২০, ১২:৪০:১৯

করোনা মো'কাবেলা, আগামীকালের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব

করোনা মো'কাবেলা, আগামীকালের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল সোমবার করোনাভাইরাস প্রতি'ষেধক ভ্যাকসিন গবেষণার চু'ড়ান্ত ট্রায়ালের ফল প্রকাশ করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। কাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ খেকে একটি সংবাদ সম্মেলনে ফল জানাবেন প্রফেসর গিলবার্ট। –মিন্টলাইভ, হিন্দুস্তান টাইমস তবে এখন পর্যন্ত এই ভ্যাকসিনের সবগুলো ট্রায়ালের ফলই ইতিবাচক এসেছে। তাই বিশ্লেষকদের আশা সোমবার ইতিবাচক খবরই বিশ্ববাসীকে শোনাবেন গিলবার্ট। যদি ঠিক থাকে সব, বিশ্ব প্রকৃতভাবেই এগিয়ে যাবে করোনামুক্তির পথে।

প্রথমে সিদ্ধান্ত হয়েছিলো ৩০ কোটি ডোজ টিকা সবার আগে দেয়া হবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের। এরপরই ১০০ কোটি ডোজ টিকা দেয়া হবে স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোতে। তবে এই সিদ্ধান্ত ব'দলে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অ্যাস্ট্রোজেনেকার হয়ে স্বল্পোন্নত দেশগুলোর জন্য টিকা বানাবে ভারতের সেরাম ইন্সটিটিউট। সে হিসেবে সোমবার ইতিবাচক খবর প্রকাশিত হলে বাংলাদেশ ও ভারত সহ বেশ কিছু দেশ অক্টোবরের আগেই পেয়ে যেতে পারে টিকার প্রথম চালান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে