আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ২৩ জন নৌ সেনাসদস্য নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এখনো অনেকে নিখোঁজ। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে যৌথবাহিনী। খবর রয়টার্সের।
জানা গেছে, শনিবার সকালে দেশটির পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভূমিধস ঘটে। দেশটির নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল রয়টার্সকে জানান, পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির সীমন্তের কাছে অবস্থিত।
রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পাহাড়ি এলাকা। ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল জানিয়েছেন, যে সময় ভূমিধস ঘটে— তখন সীমান্তের কাছে নৌ সেনাদের প্রশিক্ষণ শিবির চলছিল। ভারী বর্ষণের কারণে প্রশিক্ষণ শিবিরে ভূমিধস ঘটেছে। মাটিচাপা পড়া সেনাদের উদ্ধারে কাজ চলছে।
এদিকে খবর পেয়ে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী, সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল ঘটনাস্থালে পৌঁছে কাজ শুরু করে। এ পর্যন্ত ৮ শতাধিক সদস্য সেখানে কাজ করছেন। কিন্তু বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।
সোমবার সন্ধ্যার দিকে দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এখনো ৪২ জন নিখোঁজ আছেন। তাদের মধ্যে সেনা ও বেসামরিক লোক রয়েছেন। সবাইকে উদ্ধার করার আগ পর্যন্ত অভিযান চলবে।