রবিবার, ১৯ জুলাই, ২০২০, ০৪:০৬:৪৩

ভাইয়ের জা'নাযায় অংশ নিতে ফাহিমের বড় বোন মধ্যপ্রাচ্য থেকে নিউ ইয়র্কে

ভাইয়ের জা'নাযায় অংশ নিতে ফাহিমের বড় বোন মধ্যপ্রাচ্য থেকে নিউ ইয়র্কে

আন্তর্জাতিক ডেস্ক : রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের অন্যতম উদ্যোক্তা ফাহিম সালেহের জানা'যা আজ। করোনাভাইরাসের কারণে ক'ঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে রবিবার নিউ ইয়র্ক সময় দুপুর ১২টায় জা'নাযা অনুষ্ঠিত হবে।

পারিবারের পক্ষ থেকে জানানো হয়, নিউ ইয়র্ক শহরের পোকেস্পী রুরাল সেমিট্রিতে জানাজা শেষে তাকে সেখানেই সমাহিত করা হবে। এরইমধ্যে ভাইয়ের জানাযায় অংশ নিতে ফাহিমের বড় বন ও তার স্বামী মধ্যপ্রাচ্য থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহ'ত ফাহিমের পরিবারকে গণমাধ্যমের সঙ্গে কথা না বলারও উপদেশ দেয়া হয়েছে। হ'ত্যাকা'ণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আট'ক ফাহিমের সাবেক সহকারি টাইরেস ডেভো হাসপিলের বিরু'দ্ধে হ'ত্যাকা'ণ্ডের অভি'যোগ গঠন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার অভি'যুক্ত হাসপিলকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেয়া হলে তার বিরু'দ্ধে এই অভি'যোগ গঠন করা হয়।

বিচারক জোনাথন সভেটকি জামিনের সুবিধা ছাড়াই হাসপিলকে আ'টক রাখার নির্দেশ দিয়েছেন। একই সাথে আগামী ১৭ আগস্ট আবারও তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে