সোমবার, ২০ জুলাই, ২০২০, ০৬:১৬:০৮

বঙ্গোপসাগরের উপকূলে দেখা মিললো বিরল প্রজাতির হলুদ কচ্ছপ!

বঙ্গোপসাগরের উপকূলে দেখা মিললো বিরল প্রজাতির হলুদ কচ্ছপ!

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউন চলাকালীন বহু বিলুপ্তপ্রায় প্রাণীকে বিভিন্ন শহরের আনচে-কানাচে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেদার ভাইরাল হয়েছে সেসব ছবি। এবার নেটদুনিয়ায় ভাইরাল হলুদ কচ্ছপের ছবি। রবিবার রাতে যার দেখা মিলেছে, ভারতের ওড়িশার বালাসোর জেলায় বঙ্গোপসাগরের উপকূলে।

ভুবনেশ্বর থেকে ১৯৬ কিলোমিটার দূরের সুজনপুর গ্রামের বাসিন্দারা প্রথম কচ্ছপটিকে দেখেন। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারেননি। পরে বুঝতে পেরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপটিকে উদ্ধার করেন তারাই। পরে তা বনদপ্তরের হাতে তুলে দেন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বালাসোরের এক ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন ভানুমিত্র আচার্য জানিয়েছেন, ''এই প্রজাতির কচ্ছপ খুবই বিরল। কচ্ছপটির খোলস- সহ পুরো শরীরটা হলুদ রঙের। এই ধরনের কচ্ছপ খুবই বিরল। আমি নিজে এই ধ'রনের কচ্ছপ আগে দেখিনি।''

এই কচ্ছপের ভিডিও আপাতত নেটদুনিয়ায় হটকেক। বেশিরভাগ নে'টিজেনের দাবি, এই ধরনের কচ্ছপ তারা আগে দেখেননি। কেউ আবার জানিয়েছেন, টিভিতে অন্য দেশে দেখলেও ভারতে এই হলুদ কচ্ছপ তারা প্রথম দেখছেন। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক অফিসার সুশান্ত নন্দ টুইটারে লেখেন, এই হলুদ কচ্ছপটি সম্ভবত অ্যালবিনো প্রজাতির। এই ধ'রনের একটি কচ্ছপকে কয়েক বছর আগে সিন্ধ এলাকার বাসিন্দারা দেখতে পান। নিজের বক্তব্যের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে একটি ভেসেলের মধ্যে জলে একটি হলুদ কচ্ছপ সাঁতার কা'টছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে