মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ০৩:৪২:১২

মাঝ আকাশেই ইসরায়েলি ক্ষে'পণা'স্ত্র ধ্বং'স করে দিল সিরিয়া

মাঝ আকাশেই ইসরায়েলি ক্ষে'পণা'স্ত্র ধ্বং'স করে দিল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের যু'দ্ধবি'ধ্ব'স্ত দেশ সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলতার সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ছোঁ'ড়া ক্ষেপণা'স্ত্রগুলোকে মো'কাবেলা করেছে। এবার মাঝ আকাশেই ধ্বং'স করে দিল ইরায়েলের অ'ত্যাধুনিক ক্ষেপণা'স্ত্র।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে গোলান উপত্যকার ওপর দিয়ে ক্ষে'পণা'স্ত্রগুলো রাজধানী দামেস্কের দিকে উড়ে যায়। তবে এসব ইসরায়েলি মিসাইলগুলোকে সফলতার সঙ্গে দামেস্কের আকাশেই ধ্বং'স করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। পরবর্তীকালে সেই ভি'ডিও ফুটেজ টেলিভিশনেও সম্প্রচার করা হয়।

সিরিয়ার সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের অধিকাংশ ক্ষে'পণা'স্ত্রকে ধ্বং'স করতে সক্ষম হয়েছে। তবে এই হা'মলায় সিরিয়ারও সামান্য কিছু সরঞ্জামাদির ক্ষ'য়ক্ষ'তি হয়েছে।

দেশটির সামরিক সূত্র জানিয়েছে, ইসরায়েল দামেস্কের নিকটবর্তী কিসওয়া শহরে একটি গোলা-বা'রুদের গু'দাম লক্ষ্য করে ক্ষে'পণা'স্ত্র হা'মলাটি চালিয়েছে। তবে এতে সেই অ'স্ত্র গুদামের তেমন কোনো ক্ষ'তি হয়নি।

তখন ইসরায়েলের ক্ষে'পণা'স্ত্র লক্ষ্য করে সিরিয়ার সামরিক বাহিনী পাল্টা ক্ষে'পণা'স্ত্র ছুঁ'ড়লে প্র'চণ্ড বি'স্ফোরণের মাধ্যমে তা ধ্বং'স হয়ে যায়। এ সময় শহরের অনেক ঘর-বাড়ির দরজা-জানালা বিক'ট শব্দে কেঁ'পে ওঠে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে