মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ০৬:৩০:৫১

ফিলিস্তিনিদের আলাদা স্বাধীন রাষ্ট্র থাকা উচিত : চীনা প্রেসিডেন্ট

ফিলিস্তিনিদের আলাদা স্বাধীন রাষ্ট্র থাকা উচিত : চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জো'র দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র থাকা উচিত। ইসরায়েল-ফিলিস্তিন সম'স্যার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হচ্ছে শ্রেষ্ঠ উপায়। গতকাল সোমবার ফিলিস্তিনি স্ব'শা'সন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে জিনপিং এসব কথা বলেছেন। 

ফোনালাপে তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি চীনের পক্ষ থেকে সমর্থন জানান এবং ফিলিস্তিনি শিশুকে মধ্যপ্রাচ্যের কোর ইস্যু বলে তিনি মন্তব্য করেন। চীনা প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ইস্যু মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থি'তিশীলতার সঙ্গে যেমন জড়িত তেমনি এটি আন্তর্জাতিক ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্ন। এ ব্যাপারে চীনের অবস্থান সুদৃঢ় এবং স্বচ্ছ।

শি জিনপিং বলেন, চীন মনে করেন দুই রাষ্ট্রভিত্তিক সমা'ধান হচ্ছে ফিলিস্তিন-ইসরায়েল স'ঙ্ক'ট নির'সনের সবচেয়ে ভালো উপায় এবং সমমর্যাদার ভিত্তিতে সংলাপের মাধ্যমে এ সং'ক'ট সমা'ধানের পক্ষে বেইজিং। ইসরায়েল-ফিলিস্তিন সং'ক'ট সমাধানের জন্য আন্তর্জাতিক সমাজকে সঠিক ও স্বচ্ছ অবস্থান গ্রহণ এবং এ স'ঙ্ক'ট সমাধানে প্রচেষ্টা জো'রদার করার আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে