মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১০:৪৯:০৯

অক্সফোর্ডের বিজ্ঞানীরা করোনা ভ্যাকসিন নিয়ে নতুন এক অনিশ্চয়তার কথা শোনালেন

অক্সফোর্ডের বিজ্ঞানীরা করোনা ভ্যাকসিন নিয়ে নতুন এক অনিশ্চয়তার কথা শোনালেন

আন্তর্জাতিক ডেস্ক : মহামা'রী করোনাভাইরাস ঠে'কাতে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়ো'গে প্রাথমিকভাবে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। তবে নতুন এক অনিশ্চয়তার কথাও জানাচ্ছেন গবেষকরা। তারা জানান, চলতি বছর এই ভ্যাকসিন জনসাধারণের জন্যে উন্মু'ক্ত নাও হতে পারে। গবেষক দলের প্রধান সারাহ গিলবার্টের বরাত দিয়ে এই ত'থ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২১ জুলাই) সারাহ গিলবার্ট বলেন, এ বছরের শেষ দিকে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য উন্মু'ক্ত করে দেওয়া সম্ভব হতে পারে। তবে এ বছরই যে এটি ব্যবহার করা যাবে তা নিশ্চি'ত নয়।

তিনি আরও বলেন, ভ্যাকসিনটি ব্যবহার উপযোগী করার জন্য এখনও তিনটি বিষয় খুব জরুরি। একটি হল শেষের ধা'পের ট্রা'য়াল, দ্বিতীয়টি হল উৎপাদনের জন্য প্রচুর সংখ্যা দরকার। তৃতীয়টি হল নিয়'ন্ত্রক সংস্থাগুলোর খুব দ্রু'ত লাইসেন্স করতে হবে জরুরি ব্যবহারের জন্য। ভ্যাকসিনটির শেষের ধা'পের পরীক্ষা ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রেও ট্রা'য়াল চা'লানোর আলোচনা চলছে।

কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য এখন পর্যন্ত অনুমোদিত কোনও ভ্যাকসিন নেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার বিরু'দ্ধে অক্সফোর্ডের এই ভ্যাকসিন পু'রোপু'রি কার্যকর হওয়ার পথে রয়েছে।

গবেষকরা বলেছেন, মানবদেহে প্রয়ো'গের ক্ষেত্রে ভ্যাকসিনটি নিরাপদ এবং এটি রোগ প্রতিরো'ধ ব্যবস্থা বাড়ায় বলে প্রমাণ পাওয়া গেছে। তবে পু'রোপু'রি নিরাপদ ঘোষণা করার জন্য আরও পরীক্ষার প্রয়োজন।

প্রাথমিকভাবে ই'নজে'কশনের মাধ্যমে এক হাজার ৭৭ জনের ওপর ভ্যাকসিনটি প্রয়ো'গ করা হয়। তাতে দেখা গেছে, এ টিকা অ্যা'ন্টিবডি ও শ্বেত র'ক্তক'ণিকা তৈরিতে সহায়তা করে, যা করোনার বিরু'দ্ধে কার্যকর প্রতিরো'ধ ব্যবস্থা গড়ে তু'লতে পারে এবং তা নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে ল'ড়াই করতে সক্ষম।

ভ্যাকসিনের ইতিহাসে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে এটি উদ্ভাবন করা হয়েছে। শিম্পাঞ্জির সাধারণ সর্দি-কাশির জন্য দায়ী একটি ভাইরাসকে জি'নগতভাবে পরিবর্তন করে এই ভ্যাকসিন তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে