মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১১:৩১:০৮

উইঘুর মুসলমানদের নির্যা'তন, চীনের ১১টি কোম্পানির ওপর নিষে'ধাজ্ঞা

উইঘুর মুসলমানদের নির্যা'তন, চীনের ১১টি কোম্পানির ওপর নিষে'ধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ১১টি কোম্পানির ওপর নিষে'ধা'জ্ঞা আরোপ করেছে। উইঘুর মুসলমান সম্প্রদায়ের বি'রু'দ্ধে মানবা'ধিকার ল'ঙ্ঘনের অ'ভিযোগে ওই প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সোমবার( ২০ জুলাই)  যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নি'শ্চিত করেছে।

জো'রপূর্বক শ্রমদানে বা'ধ্য করায় চ্যাংজি এসকুয়েল টেক্সটাইল, হেফেই বিটল্যান্ড ইনফরফেশন টেকনোলজি, হেফেই মেইলিং, হেতিয়ান হাওলিন হেয়ার অ্যাক্সেসোরিজ, হেতিয়ান তাইদা অ্যাপারেল, কেটিকে গ্রুপ, নানজিং সিনার্জি টেক্সটাইলস, ন্যানচ্যাং ও-ফিল্ম টেক এবং তানিউয়ান টেকনোলজির ওপর নিষে'ধাজ্ঞা দেয়া হয়েছে।

বহুদিন ধ'রেই বেইজিং উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যা'তন এবং মানবা'ধিকার ল'ঙ্ঘ'ন করছে বলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংগঠনগুলো অ'ভিযো'গ করে আসছে। এর আগে চীনের চার কর্মকর্তার ওপর নিষে'ধা'জ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে