মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১১:৫২:০৮

বাবরি মসজিদের স্থানে রূপার ইট ব্যবহার করে রামমন্দির নির্মাণ শুরু

বাবরি মসজিদের স্থানে রূপার ইট ব্যবহার করে রামমন্দির নির্মাণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক : নানা আলোচনা ও সমালো'চনার পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু করতে যাচ্ছে ভারতের মোদি সরকার। এতে ৪০ কেজি রূপার ইট ব্যবহার করে আগামী ৫ আগস্ট মন্দিরের ভিত্তি স্থাপনের কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মূল অনুষ্ঠানের তিনদিন আগে থেকেই সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরুর কথা চলছে।

বাবরি মসজিদ-রাম মন্দির নিয়ে হিন্দু-মুসলমানের শতাব্দী প্রাচীন বিরো'ধের আইনি নি'ষ্প'ত্তি হয় গত বছরের নভেম্বরে। ভারতের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের রায়ে অযোধ্যার বিত'র্কিত স্থানে রাম মন্দির নির্মাণ ও বিকল্প স্থানে মুসলমানদের মসজিদ নির্মাণের জমি দেওয়ার নির্দে'শ দেওয়া হয়। মন্দির নির্মাণে একটি ট্রাস্ট গঠনের নির্দে'শনাও দেওয়া হয় ওই রায়ে। 

৯০ দশকের শুরু দিকে বেশ কিছু উ'গ্র হিন্দুদের হা'মলায় ভে'ঙে ফেলা হয় বাবরি মসজিদ। এ নিয়ে ব্যা'পক সমালো'চনার জন্ম হয়। মন্দির নির্মাণ শুরুর তারিখ নির্ধারণে গেল শনিবার বৈঠকে বসে মন্দিরের ট্রাস্ট। প্রাথমিকভাবে ৫ এবং ৯ আগস্ট দুটি সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনার পর শেষ পর্যন্ত পাঁচ আগস্ট চূড়ান্ত দিন ঠিক করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস দেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বর্ণাঢ্য আয়োজনে কমপক্ষে ৫০ জন বিশেষ ব্যক্তি উপস্থিত থাকবেন। আর সং'ক্র'মণ এড়াতে নিরা'পত্তা নিয়ম মেনে চলতে অতিথি তালিকা সীমিত রাখা হয়েছে বলে জানা গেছে। তবে দূর থেকে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করার সুবিধার্থে অযোধ্যার বিভিন্ন স্থানে বিশালাকারের সিসিটিভি পর্দা বসানো হবে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত ট্রাস্ট। ট্রাস্টের সভাপতি জানিয়েছেন, ভূমি পূজার মধ্য দিয়ে রূপার ইট বসিয়ে মন্দির নির্মাণ কাজ শুরু হবে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ভূমি পূজায় উপস্থিত থাকবেন। এছাড়া থাকবেন বিজেপি'র মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত ছাড়াও অন্য সিনিয়র নেতারা। এদিকে করোনা মহামা'রী রো'ধে ঘোষিত বি'ধিনি'ষে'ধ দ্বিতীয় ধাপে তুলে নিয়ে ভারতে ধর্মীয় স্থানগুলো খুলে দেওয়ার পর গত ৮ জুন অযোধ্যায় অস্থায়ীভাবে নির্মিত মন্দিরটি দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এর আগে মার্চ মাসে সেখানে রাম মূর্তি স্থাপন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত কয়েক দশক ধ'রে ওই মূর্তিটি একটি টিনের অবকাঠামোর ওপর রাখা ছিল। 

বিশ্বব্যাপী মহামা'রী করোনা ভাইরাসের মধ্যেই গত (২০ জুন) অযোধ্যায় বহুল আলোচিত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে হঠাৎ লাদাখে ভারত-চীন সীমান্ত যু'দ্ধ উন্মা'দনা তৈরি হওয়ায় রাম মন্দির নির্মাণের কাজ সাময়িক সময়ের জন্য স্থ'গিত রাখার ঘোষণা দেয় ট্রাস্ট। প্রস্তাবিত মন্দিরটি হবে নির্মিত হবে মোট ১২৫ ফুটের। যদিও তা বাড়িয়ে ১৬০ ফুট করার প্রস্তাব আসে নানা মহল থেকে। মন্দিরের প্রথম তলা হবে ১৮ ফুটের। সেখানে থাকবে রাম লালার মূর্তি। দ্বিতীয় তলা হবে ১৫ ফুট ৯ ইঞ্চির। সেখানে গড়ে তোলা হবে রামের দরবার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে