বুধবার, ২২ জুলাই, ২০২০, ০৯:৫৪:২৩

এবার ফিলিস্তিনি মুসলিমদের অধিকার আদায়ের পক্ষ নিল চীন প্রেসিডেন্ট

এবার ফিলিস্তিনি মুসলিমদের অধিকার আদায়ের পক্ষ নিল চীন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের ন্যায়বিচার এবং অধিকার আদায়ে সব সময় পাশে থাকার অঙ্গীকার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, দ্বিরাষ্ট্র নীতিকে সমর্থন করে তার দেশ। আর এর মাধ্যমেই অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এদিকে, পশ্চিমতীরে ইসরাইলের ভূমি দ'খল পরিকল্পনার বি'রুদ্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মিশর।

অধিকৃত পশ্চিম তীরের বিশাল অংশ ইসরাইলের অন্তর্ভূক্ত করে নেয়া ও সেখানে ইসরাইলি আইন প্র'য়োগের ঘোষণার পর থেকেই এর বিরোধিতা করে আসছেন ফিলিস্তিনিরা। ইসরাইলি এ পরিকল্পনার বাস্তবায়ন ঠে'কাতে কাজ করছে ফিলিস্তিনসহ বন্ধু রাষ্ট্রগুলোও। সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক শেষে মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরাইলের দ'খলদারিত্বের কারণে ঐ অঞ্চলের স্থিতিশীলতা বি'ঘ্নিত হতে পারে। এর বি'রুদ্ধে আরব দেশগুলোকে নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি।

ফিলিস্তিনিদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনলাপে তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিরাষ্ট্র নীতির মাধ্যমে বিবদমান সমস্যার সমাধান সম্ভব বলেও বিশ্বাস করেন শি।

শি জিনপিং বলেন, ফিলিস্তিন প্রশ্নে চীনের অবস্থান একদম পরিষ্কার। ফিলিস্তিনিদের অধিকার ও ন্যায়বিচারের দাবিকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। অঞ্চলটিতে শান্তি স্থাপনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সুপরিকল্পিত ও নিরপেক্ষ অবস্থান নেয়া উচিৎ।

দ্রুত সুদূরপ্রসারী, ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য চীন কাজ করতে প্রস্তুত বলেও জানান শি জিনপিং। এছাড়া করোনা মোকাবিলায় ফিলিস্তিনকে সব ধরনের সহায়তা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে