বুধবার, ২২ জুলাই, ২০২০, ০৪:৩৯:২৪

সহকর্মীর সঙ্গে পরকীয়া করায় মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী আরডার্ন

সহকর্মীর সঙ্গে পরকীয়া করায় মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী আরডার্ন

আন্তর্জাতিক ডেস্ক : নিজ অফিসের এক অধীনস্ত সহকর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর দা'য়ে নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী ইয়াইন লিস-গ্যালোওয়েকে বর'খাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। বুধবার এক ঘোষণায় আরডার্ন জানান, গ্যালোওয়ে স্বী'কার করে নিয়েছেন তার পরি'স্থিতি সমর্থনের অযো'গ্য।

এছাড়া আরডার্ন সন্দে'হ করছেন যে, এ ঘ'টনায় ক্ষ'মতার অপ'ব্যবহারও হয়ে থাকতে পারে। তিনি জানান, সহকর্মীর সঙ্গে গ্যালোওয়ের পরকীয়া সম্পর্ক ১২ মাস স্থায়ী ছিল। সম্পর্কটি কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে। আরডার্ন জানান, লিস-গ্যালোওয়ে পরবর্তীতে নিজে অ'ভিযো'গটি স্বী'কার করে নিয়েছেন। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, লিস-গ্যালোওয়ের পরকীয়া সম্পর্কে আরডার্নের কার্যালয়কে অবহিত করেছিলেন বিরো'ধীদল ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স। এর আগে এ বিষয়ে জানতেন না আরডার্ন। কলিন্স জানান, তিনি তৃতীয় একটি পক্ষ থেকে এ সম্পর্কের বিষয়ে নি'শ্চিত হয়েছিলেন। ইয়াইনকে মঙ্গলবার বরখাস্ত করা হয়। 

পার্লামেন্টে দেয়া তথ্যানুসারে, ব্যক্তিজীবনে ইয়াইন বিবাহিত। ছোটবেলার এক শিক্ষককে বিয়ে করেছিলেন তিনি। তাদের তিন সন্তান রয়েছে। এদিকে কোন সহকর্মীর সঙ্গে লিস-গ্যালোওয়ের সম্পর্ক ছিল তা প্রকাশ করা হয়নি। তবে আরডার্ন জানিয়েছেন, তাদের সম্পর্কে দুজনেরই সম্মতি ছিল। জুলাই মাসে নিউজিল্যান্ডে বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি প'দত্যা'গের ঘ'টনা ঘ'টেছে। 

লিস-গ্যালোওয়ের প'দত্যা'গের একদিন আগেই প'দত্যা'গ করেছেন বিরোধীদলীয় এমপি অ্যান্ড্রিও ফ্যালুন। বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে শিক্ষার্থীকে অ'শ্লী'ল ন'গ্ন ছবি পাঠিয়েছিলেন তিনি। এছাড়া বিরো'ধীদলীয় এমপি হ্যামিশ ওয়াকার, নিকি ক্যায়ি, অ্যামি অ্যাডামস ও সাবেক দলটির সাবেক নেতা টড মুলার প'দত্যা'গ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে