বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ১০:৩৮:৩১

ভারতকে 'শায়েস্তা' করতে সীমান্তে এখনও মোতায়েন ৪০ হাজার চীনা সৈন্য!

 ভারতকে 'শায়েস্তা' করতে সীমান্তে এখনও মোতায়েন ৪০ হাজার চীনা সৈন্য!

আন্তর্জাতিক ডেস্ক : চীন যেন ঠিক মিছরির ছুরি। মুখে যতই সীমান্তে শান্তিরক্ষার কথা বলুক না কেন, তারা আসলে 'বিষধর সাপ'। তাই মুখে এক, মনে আরেক নীতি নিয়েই চলছে বেজিং। বারবার দ্বিপাক্ষিক বৈঠকে এলএসি-তে শান্তি, সৈন্য সরানোর কথা বললেও সূত্রের খবর, এখনও পূর্ব লাদাখে সীমান্ত বরাবর ৪০ হাজার চিনা সৈন্য ওঁত পেতে রয়েছে। একটি গোপন রিপোর্টে ফাঁ'স হয়েছে সেই তথ্য।

সংবাদসংস্থা সূত্রে খবর, পূর্ব লাদাখে সীমান্ত বরবার এখনও প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন রেখেছে চিন। অথচ দ্বিপাক্ষিক বৈঠকে বারবার লাদাখের ওই অঞ্চল থেকে সেনা সরানোর কথা বলেছিল তাঁরা। বাস্তবে তেমনটা কোনওভাবেই করছে না চীন। সূত্রের খবর, গোগরা ও হটস্প্রিং এলাকায় এখনও ভারতীয় সীমানাতে ঢুকে রয়েছে চীনা সৈন্যরা। এমনকী যে প্যাংগং লেক নিয়ে এত বিতর্ক, সেই লেকের ফিঙ্গার ৫ এলাকা থেকে এখনও সরছে না লালফৌজ। ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত এখনও যেতে পারছেন না ভারতীয় সৈনিকরা।

চীনের এই পদক্ষেপ খুব আশ্চর্যের নয় বলেই মনে করছেন সেনা কর্তারা। তাই চীনকে পা'লটা দিতে রণনীতি সাজাচ্ছে ভারতও। অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, ভারতীয় নৌ-বাহিনীর হাতে থাকা MiG-29K যু'দ্ধবিমান ইতোমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেশের উত্তর ভাগের বায়ুসেনার একাধিক বিমানঘাঁ'টিতে। চিনকে যাতে দ্রুত প্রত্যাঘা'ত করা যায়, সেই জন্যই ভারতীয় নৌ-বাহিনীর এই তত্‍‌পরতা বলে মনে করা হচ্ছে।

বর্তমানে সীমান্তের প'রিস্থিতি আপাতদৃষ্টিতে যতই শান্ত দেখাক, চীনের মতো প্রতিবেশীর কথা মাথায় রেখেই রাশিয়ায় তৈরি এই যু'দ্ধবিমানের কয়েকটি গোয়া থেকে দেশের উত্তরাঞ্চলে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁ'টিতে সরিয়ে আনা হয়েছে। যদিও একটা মহল থেকে দাবি করা হয়েছে, লাদাখ সেক্টরের বিমানঘাঁ'টিতেও বেশ কয়েকটি MiG-29K যু'দ্ধবিমান এনে রাখা হয়েছে ইতোমধ্যে। সেনা সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেই চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত সেনাকে এই নির্দেশ দিয়েছেন।

এরই মধ্যে ভারতের হাতে এসেছে 'ভারত' অ'স্ত্র। ভারতীয় সেনার হাতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO তুলে দিয়েছে 'ভারত' নামের একটি বিশেষ ড্রোন। সেনা সূত্রে খবর, সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে 'ভারত'কে। এই বিশেষ ড্রোন উঁচু পাহাড়ে ঘেরা এলাকায় ন'জরদারি চালাতে বিশেষ ভাবে সক্ষম। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ন'জরদারি চালানোর জন্যেই আপাতত ব্যবহার করা হবে 'ভারতকে'। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, 'ভারত' হল এমন ড্রোন, যা বিশ্বের মধ্যে সবচেয়ে হালকা। আর পাহাড়ি অঞ্চলে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে যে ড্রোনগুলি তার মধ্যেও অন্যতম। দুর্গম পাহাড়ি এলাকায় নিখুঁত ভাবে ন'জরদারি চালাতে এই ড্রোনের জুড়ি মেলা ভার।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে