বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ১০:৫৯:৪৪

অক্সফোর্ডের করোনার টিকা বিনামূল্যে পাবে ভারত!

অক্সফোর্ডের করোনার টিকা বিনামূল্যে পাবে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের মহামা'রি তা'ণ্ডবে বিপর্য'স্ত পুরোবিশ্ব। এমন পরি'স্থিতিতে ভাইরাসটি প্র'তিরোধে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষে'ধকটির তৃতীয় তথা শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। তাই এবার এই প্রতিষে'ধকের ট্রায়াল শুরু করতে চায় এর উৎপাদনের দায়িত্বে থাকা ভারতের সিরাম ইনস্টিটিউট।

এর জন্য শিগগিরই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে অনুমতিও চাওয়া হবে। এর মধ্যেই এই টিকার দাম সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিরাম ইনস্টিটিউটের সিইও জানান, ভারতে করোনা পরীক্ষার জন্যই ২,৫০০ টাকা খরচ হচ্ছে। এই প'রিস্থিতিতে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষে'ধকটির দাম ১,০০০ টাকা বা তারও কম রাখা হতে পারে। তিনি জানান, অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি যে প্রতিষে'ধকটি সিরাম ইনস্টিটিউটে তৈরি হচ্ছে সেটির নাম ‘কোভিশিল্ড’।

আদর পুনাওয়ালা বলেন, (ভ্যাকসিন অ্যালায়েন্স) তালিকাভুক্ত দুর্বল অর্থনীতির দেশগুলিতে কোভিশিল্ড-এর দাম ২-৩ ডলারের মধ্যেই রাখা হবে (ভারতীয় মুদ্রায় যা ৩০০ টাকারও কম)। আর আমার মনে হয়, কোনও ভারতীয়কেই অক্সফোর্ডের প্রতিষেধকের জন্য টাকা খরচ করতে হবে না। কারণ, ভরতে সরকারের মাধ্যমেই বিনামূল্যে এই প্রতিষে'ধক জনসাধারণকে দেওয়া হতে পারে। তিনি আরও জানান, এ বছরের মধ্যেই কোভিশিল্ড-এর প্রায় ৪০ কোটি ডোজ তৈরি করে ফেলবে তাঁর সংস্থা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে