আন্তর্জাতিক ডেস্ক : চীনের পর এবার রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চু'ক্তি করতে যাচ্ছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ দীর্ঘমেয়াদি কৌ'শলগত সহযোগিতা চু'ক্তি করার পরিকল্পনা করছে। এ ব্যাপারে দুদেশ সমঝোতায় পৌঁ'ছেছে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল (বুধবার) ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে জারিফ সাংবাদিকদের জানান, মঙ্গলবার মস্কো সফরের সময় এই সমঝোতা হয়। মস্কো সফরের সময় জারিফ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘন্টা ধরে ফোনে আলোচনা করেন। করোনাভাইরাসের মহামা'রির কারণে পুতিনের সঙ্গে জাওয়াদ জারিফের সরাসরি বৈঠক হয় নি। রুশ কর্মকর্তাদের সঙ্গে তার এসব আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন জাওয়াদ জারিফ। তিনি বলেন, রুশ কর্মকর্তাদের সঙ্গে সাড়ে চার ঘণ্টা ধ'রে আলোচনার পর এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়।
দুই দশক আগে তেহরান ও মস্কোর মধ্যে সই হওয়া প্রাথমিকভাবে ১০ বছর মেয়াদী চু'ক্তির কথা উল্লেখ করে জাওয়াদ জারিফ জানান, “এরইমধ্যে ওই চু'ক্তি দুই দ'ফায় পাঁচ বছর করে দুই দ'ফা বাড়ানো হয়েছে এবং আগামী আট মাসের মধ্যে তার মেয়াদ শেষ হয়ে যাবে। যদি কোনো পক্ষ আপ'ত্তি না করে তাহলে ওই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরো পাঁচ বছরের জন্য বেড়ে যাবে তবে আমরা দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ কৌশলগত চু'ক্তি করার সিদ্ধা'ন্ত নিয়েছি। সেই চু'ক্তি অনুমোদনের জন্য ইরানের জাতীয় সংসদে পাঠানো হবে।”
মঙ্গলবার জাওয়াদ জারিফ রাশিয়া সফর করেন এবং এ সফরে প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছেন। পার্সটুডে