শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১২:৩০:০৬

ভারতে সারি সারি পো'ড়ানো হচ্ছে করোনা রোগীর মৃ'তদে'হ

ভারতে সারি সারি পো'ড়ানো হচ্ছে করোনা রোগীর মৃ'তদে'হ

আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বে এখনও করোনার প্র'কোপ রয়েছে। কোথাও যেন কমার নামও নেই। এখনও অনেক দেশেই করোনায় মৃ'তদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে। এরইমধ্যে ভারতের একটি ভি'ডিও ভা'ইরাল হয়েছে যেখানে দেখা গেছে, সারি সারি করোনা রোগীর মৃ'তদে'হ পো'ড়ানো হচ্ছে। এই নি'র্মম চিত্র দেখা গেছে ভারতের তেলেঙ্গনায়।   

নিউজ এইটটিনের প্রতিবেদনে বলা হয়, এত এত মৃ'ত্যু সৎকার নিয়েও বিপ'দে রয়েছে দেশটি। এত মৃ'ত্যুর সৎকার থেকে সকল কাজ করার জন্য মানুষ পাওয়া যাচ্ছে না, এরকম নানা সমস্যার কারণেই এই ম'রদে'হগুলো একসঙ্গে পো'ড়ানো হয়েছে।

ভি'ডিওতে দেখা গেছে, ৫০ এর বেশি করোনায় মৃ'তদের দে'হ পো'ড়ানো হচ্ছে একসঙ্গে। না আছে পরিবহন ব্যবস্থা ঠি'কঠাক, না আছে পর্যাপ্ত কর্মী। তাই করোনায় মৃ'তদের দেহ শ্ম'শানঘাটে নিয়ে যাওয়া বা দেহ সৎকারের জন্য লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ যার জন্য বাধ্য হয়েই এভাবে একসঙ্গে ৫০-এর বেশি মৃ'তদে'হ পো'ড়ানোর ব্যবস্থা করা হয় সম্প্রতি। হায়দরাবাদের ইএসআই হাসপাতালের এক জায়গাতেই এভাবে সারি সারি মৃ'তদে'হ পো'ড়ানোর ব্যবস্থা করা হয়েছিল  

তেলেঙ্গনার ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন ডা. কে রমেশ রেড্ডি জানান, মৃ'তদেহ নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না ৷ পাশাপাশি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্মীসংখ্যাও একেবারে নেই বললেই চলে ৷ তাই হাসপাতালের দা'হ করার জায়গাতেই একসঙ্গে পোড়ানোর ব্যবস্থা করা হয় মৃ'তদে'হগুলিকে ৷ যদিও প্রত্যেকের মৃ'ত্যু একই দিনে হয়নি বলেই জানিয়েছেন তিনি ৷

তবে এই দৃশ্য ভাই'রাল হওয়ার পরেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷ কংগ্রেস বিধায়ক সিথাক্কা ট্যুইট করে বলেন, ‘‘ সরকারের দেওয়ার রিপোর্ট অনুযায়ী করোনায় মৃ'ত্যু হয়েছে ৭ জনের ৷ কিন্তু ভি'ডিওতে দেখা যাচ্ছে ইএসআই হাসপাতালের ওই জায়গায় ৩০-এর বেশি মৃ'তদে'হ পো'ড়ানো হচ্ছে ৷ এর থেকেই বোঝা যায়, সরকার করোনা নিয়ে প্রথম থেকেই ভুল তথ্য জানাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে