আন্তর্জাতিক ডেস্ক: এক রোমানিয়ান তরুণীকে উত্তর লন্ডনের রাস্তায় জো'র করে পতি'তাবৃ'ত্তি পেশায় না'মিয়েছিলেন ভাইয়েরা। এই ঘ'টনায় গ'র্ভব'তী হয়ে পড়েন ওই তরুণী। তরুণীর অভি'যোগ ভাইয়েরা তাকে হু'মকি দিয়েছিল যে, 'এভাবে যদি সে অর্থ উপার্জন না করে তাহলে মাথা ফা'টিয়ে দেওয়া হবে।'
রোমানিয়ার নাগরিক ২০ বছর বয়সী ওই তরুণী কারখানায় কাজ করার জন্য যুক্তরাজ্যে এসে প্র'তারিত হয়েছিলেন। ২০১৯ সালের ৭ এপিল তিনি লন্ডনে আসেন। দুই ভাই তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে প্লা'মস্টে'ডের একটি বাড়িতে নিয়ে যান, সেখানে আরো দু'জন রোমানিয়া মহিলা ছিল। তারা তার কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণ সং'ক্রা'ন্ত সব কাগজ ছি'নিয়ে নেয়।
তার আগমনের দিন সন্ধ্যায় তাকে কাজ করতে বের হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। তাকে সে'ক্সি পোশাক পরতে বলা হয়েছিল এবং তাকে উত্তর লন্ডনের রাস্তায় না'মানো হয়েছিল। এসময় তার হ্যান্ড ব্যাগে বেশ কিছু ক'নড'ম দিয়ে পতি'তাবৃ'ত্তি করতে বলা হয়।
ভু'ক্তভো'গী তরুণীর অভি'যোগ তিনি ভাইদের বলেছিলেন যে, তিনি আগে কখনো এই ধরণের কাজ করেননি, তাকে জানানো হয়েছিল যে তিনি শিখবেন। সে রাতে তাকে তার প্রথম খদ্দেরের সঙ্গে কাজ করতে বাধ্য করা হয়েছিল এবং হু'মকি দেওয়া হয়েছিল যে তিনি যদি তাদের জন্য কোনো অর্থোপার্জন না করেন তবে মাথা ফা'টিয়ে দেয়া হবে।
রাস্তায় কাজ করার সময়, একবার তার খদ্দেরের কনডম ফে'টে যায় এবং সে গ'র্ভব'তী হয়ে পড়ে।
ভাইয়েরা তাকে স'হিং'সতার ভ'য় এবং নিয়'ন্ত্রণের মধ্য দিয়ে রাস্তায় যৌ'নক'র্মী হিসাবে কাজ চা'লিয়ে যেতে বা'ধ্য করে। তরুণী জানিয়েছেন, তিনি প্রতিদিন ১০ থেকে ১৫ জন খ'দ্দেরের সাথে ঘুমাতে বাধ্য হন, কখনো কখনো দিনে এক হাজার ইউরো পর্যন্ত উপার্জন করেছেন যার পুরোটাই তু'লে দিতে হয়েছে ভাইদের হাতে।
একবার তাকে পায়ে পিঠে লা'ঠিপে'টা করে ভাইয়েরা। এছাড়া
অ'পহ'রণকারীরা তাকে নিয়মিত মা'রধ'র করে এবং নি'র্যা'তন করত। তাকে কখনই নিজের থেকে বাসা ছা'ড়তে দেওয়া হয়নি এবং সর্বদা তার সাথে কোনো না কোন ব্যক্তি ছিল।
যখন তিনি প্রায় সাত মাসের গ'র্ভব'তী ছিলেন, তখন তিনি আশ'ঙ্কা করেছিলেন যে বাচ্চাটি হয়তো মা'রা গেছে, কারণ সে আর ন'ড়াচ'ড়া করে না। এ সময় ভায়েরা তাকে জো'রপূ'র্বক গ'র্ভপা'ত করানোর চেষ্টা করেছিল।
একদিন একজন খদ্দের তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি রোমানিয়ার তার পরিবারের সাথে যোগাযোগ করছেন? তিনি ওই খদ্দেরকে তার সাথে ঘ'টে যাওয়া ভ'য়াব'হ বিষয়গুলো জানিয়েছিলেন। এক সপ্তাহ পরে, অ'জানা লোকটি তাকে আবার দেখতে এল এবং একটি ছোট মোবাইল ফোন দিল যা তিনি লু'কিয়ে রেখেছিলেন। পরে মোবাইলে তিনি রোমানিয়ায় পরিবারের সাথে যোগাযোগ করেন।
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ রোমানিয়ান কর্তৃপক্ষ যুক্তরাজ্যের আধুনিক দা'স'ত্ব এবং শিশু যৌ'ন শো'ষণ ইউ'নিট (এমএসসিই) এর অফিসারের সাথে যোগাযোগ করেছিল। তাকে সহা'য়তা করার জন্য দু'জন রোমানিয়ার কর্মকর্তাকে যুক্তরাজ্যে প্রে'রণ করা হয়েছিল। তারা যুক্তরাজ্যের গো'য়েন্দা'দের সহায়তায় ওই তরুণীকে উ'দ্ধা'র করতে সক্ষ'ম হন এবং অভিযু'ক্ত দুই ভাইকে গ্রে'প্তার করা হয়।
চলতি বছরের প্রথম দিকে আদালতে দুই ভাই তাদের দো'ষ স্বী'কার করে। দু'জনকেই শুক্রবার (২৪ জুলাই) উলউইচ ক্রাউন কো'র্টে সা'জা দেওয়া হয়েছে। এই ঘ'টনায় ইলিক ডুমি'ট্রু নামের এক ভাইকে ১৫ বছর এবং ইওয়ান ডুমিট্রু নামের অপর ভাইকে ১৬ বছরের সা'জা দেওয়া হয়েছে। সূত্র : মাই লন্ডন।