আন্তর্জাতিক ডেস্ক : আবারও ভারত-নেপাল সীমান্তে বাড়ল উত্তে'জনা। বিহার সীমান্তে ভারতীয়দের বে'ধড়'ক পেটালো নেপালের সশ'স্ত্র বা'হিনী। ঘ'টনায় আহ'ত হয়েছেন এক ভারতীয় দম্পতি। পরে ক্ষু'ব্ধ ভারতীয়দের ছত্রভ'ঙ্গ করতে গু'লিও চালানো হয়।
প্রত্য'ক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকাল চারটে না'গাদ পশুর খাদ্য জো'গাড় করতে সীমান্ত পেরিয়ে নেপালের ভূখণ্ডের নারকাটিয়ায় ঢুকে পড়েন সীমা দেবী নামে এক মহিলা। তার বাড়ি পূর্ব চম্পারণ জেলার গোড়াসাহান ব্লকের ঝারোখারের খারশালওয়ার গ্রামে। মহিলার সঙ্গে ছিলেন মঞ্জু দেবী ও কুন্দন কুমার।
গোড়াসাহানের বাসিন্দা এবং জেডিইউয়ের রাজ্য পরিষদের সদস্য পুকার সিনহা বলেন, ''ওই মহিলার সঙ্গে বা'জে আচরণ করে নেপালের সশ'স্ত্র বা'হিনী এবং তাকে বে'ধড়ক মা'রধ'র করা হয়। তারপরই উত্তে'জনা তৈরি হয়।'' সেই ঘ'টনা ছড়িয়ে পড়তেই ঘ'টনাস্থলে যান সীমা দেবীর স্বামী রবীন্দ্র প্রসাদ।
তিনি বলেন, ''আমার স্ত্রী'কে মা'রধ'রের প্রতিবা'দ করলে ওরা আমায় মা'রধ'র করে। তাদের চৌকিতে নিয়ে যায়। তার আগে আমার স্ত্রী'কে ছেড়ে দেয়।'' তবে মাথায় চো'ট লেগেছে সীমা দেবীর। সীমা দেবী বলেন, ''প্রথমে ওরা কুন্দন ও অন্যান্য গ্রামবাসীদের মা'রধ'র করে। ওদের বাঁচাতে গেলে আমার পিছনে পড়ে যায়।''
উল্লেখ্য, গত ১৯ জুলাই সীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে গু'লি চালিয়েছিল নেপাল পুলিশ। তিনজনের দিকে তাক করে গু'লি ছো'ড়া হয়েছিল। আহ'ত হয়েছিলেন একজন। সেবার পুলিশ জানিয়েছিল, শনিবার রাতে বিহারের কিষানগঞ্জ জেলার তেরহাগাছ ব্লকের ফতেহপুরের ভারত-নেপাল সীমান্ত এই ঘ'টনা ঘটেছে। সূত্র : হিন্দুস্থান টাইমস