রবিবার, ২৬ জুলাই, ২০২০, ০৭:১৭:১৬

উত্তর কোরিয়াকে ১০ মিলিয়ন ডলার চিকিত্‍সা সহায়তা দিচ্ছে ভারত

উত্তর কোরিয়াকে ১০ মিলিয়ন ডলার চিকিত্‍সা সহায়তা দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে উত্তর কোরিয়াকে ১০ মিলিয়ন ডলার চিকিত্‍সা সহায়তা দিতে রাজি হয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা গিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ায় চিকিত্‍সা সামগ্রী স'ঙ্ক'টের ব্যাপারে ভারত অত্যন্ত সংবে'দনশীল।

সেই কারণে চিকিত্‍সা সহায়তার জন্য এক মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। আর সেই ওষুধগুলো যক্ষ্মা প্র'তিরো'ধে ব্যবহার করা হবে। জানা গিয়েছে, জাতিসংঘের যক্ষ্মা প্রতিরো'ধ কার্যক্রমের অংশ হিসেবে ভারতের দেওয়া ওষুধগুলো উত্তর কোরিয়াতে ব্যবহার করা হবে।

ভারতের সরকারি সূত্রে খবর, "উত্তর কোরিয়ার স'ঙ্ক'টময় পরি'স্থিতিতে চিকিত্‍সাক্ষেত্রে সাহায্যের জন্য ভারত সরকার যক্ষ্মা প্র'তিরো'ধের ওষুধ সহ ১০ মিলিয়ন ডলারের চিকিত্‍সার সরঞ্জাম সে দেশে রফতানির সিদ্ধান্ত নিয়েছে। উওর কোরিয়ায় চিকিত্‍সাক্ষেত্রে সহায়তার জন্য এবং যক্ষ্মা রোগ প্র'তিরো'ধে একটি কর্মসূচিতেও অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে ভারত।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে