সোমবার, ২৭ জুলাই, ২০২০, ০২:৩৪:৩৭

অ্যাম্বুল্যান্সে তুলতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, আধা ঘণ্টা পড়ে রইল দেহ!

অ্যাম্বুল্যান্সে তুলতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, আধা ঘণ্টা পড়ে রইল দেহ!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে চূড়া'ন্ত অমা'নবিক দৃ'শ্যের সা'ক্ষী থাকল ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ হাসপাতাল। সেখান থেকে ট্রা'ন্সফার করা এক রোগীর মৃত্যু হলো অ্যাম্বুল্যান্সে ওঠার আগেই পড়ে গিয়ে। অভিযোগ, করোনা সন্দেহে সাহায্য করতে এগিয়ে এলো না কেউ। ওভাবেই হাসপাতালের সামনে ৩০ মিনিট পড়ে থাকল বৃদ্ধের মৃ'তদেহ।

জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে বনগাঁ এলাকার ব্যবসায়ী মাধব নারায়ণ দত্তকে শ্বাসক'ষ্টের সমস্যা নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পরীক্ষার পরে করোনা সা'সপে'ক্টেড ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। কিন্তু কিছুক্ষণ পরে তার শারীরিক অবস্থার অ'বন'তি হলে রাতেই কলকাতার কোনো হাসপাতালে রে'ফার করা হয় তাকে।
অভিযোগ, অসুস্থ মাধববাবুকে অ্যাম্বুল্যান্সে তো'লার জন্য তার স্ত্রী আলপনা দত্ত হাসপাতাল থেকে একাই বে'র করে আনেন। কারণ করোনা স'ন্দে'হে কেউ কাছে ঘেঁ'ষছিল না। এরপরেই মাধববাবু মাটিতে লু'টিয়ে পড়েন। তার পরেও তাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি। হাসপাতালের সামনেই পড়ে থাকে দে'হ। অনেক সময় পরে এক চিকিৎসক এসে মাধববাবুকে মৃ'ত বলে ঘো'ষণা করেন।

মৃ'তের স্ত্রী আলপনা দত্ত জানান, স্বামীকে অ্যাম্বুল্যান্সে তো'লার সময় কেউ সাহায্য না করার কারণেই তিনি একাই অ্যাম্বুল্যান্সে তো'লার চেষ্টা করছিলেন মাধববাবুকে। তখনই পড়ে যান মাধববাবু এবং মৃ'ত্যু হয় তার।সূত্র : দ্য ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে