সোমবার, ২৭ জুলাই, ২০২০, ০৬:৩৩:৪২

ভারতে মাস্ক না পরার কারণে গ্রেফতার এক ছাগল

ভারতে মাস্ক না পরার কারণে গ্রেফতার এক ছাগল

আন্তর্জাতিক ডেস্ক : যার মাস্ক পরার প্রয়োজন সেই মানুষই আজও মাস্ক পরার গুরুত্ব বুঝছে না, আজও রাস্তায় বেরলে অসংখ্য মানুষকে বিনা মাস্কে রাস্তাঘাটে বেরিয়ে পড়তে দেখা যাচ্ছে। কিন্তু এই পরি'স্থিতিতে মাস্ক না পরার কারণে একটি ছাগলকে গ্রেফতার করল ভারতের কানপুর পুলিশ।

ঘ'টনাটি অ'দ্ভূ'ত হলেও, এমনটাই ঘ'টেছে ভারতে! কানপুরের বেকনগঞ্জ পুলিশ ছাগলটি ধ'রে একটি জিপে করে থানায় নিয়ে যায়। ছাগলের মালিক যখন জানতে পারে যে, পুলিশ তার ছাগলকে নিয়ে গেছে, তখন তিনি ছুটে যান থানায়। এরপর তিনি পুলিশের কাছে অনুরোধ করেন ছাগলটিকে ছেড়ে দেওয়ার জন্য এবং পুলিশ অবশেষে তাকে তাঁর ছাগলটি ফিরিয়ে দেয়। কিন্তু তাকে সত'র্ক করে জানিয়ে দেওয়া হয়, তার পোষ্যকে যেন আর রাস্তায় ঘোরাঘুরি করতে না দেখা যায়।

তিনি পুলিশদের সাথে অনুরোধ করেছিলেন এবং পুলিশ অবশেষে তাকে তার ছাগলটি ফিরিয়ে দিতে দেয় কিন্তু তাকে রাস্তায় প্রাণীটিকে ঘোরাঘুরি করতে না দেওয়ার জন্য সত'র্ক করে দেয়। আনোয়ারগঞ্জ থানার সার্কেল অফিসার সাইফুদ্দিন বেগ অবশ্য জানিয়েছে, ছাগলটির সঙ্গে একটি যুবক ছিল, যার মুখে মাস্ক ছিল না। পুলিশ যুবকটিকে ধ'রতে গেলে সে পালিয়ে যায়, এরপর পুলিশ ওই ছাগলটিকে তুলে নিয়ে আসে। তবে এক পুলিশকর্মী অবশ্য দাবি জানিয়েছেন, অনেকেই নিজেদের পোষ্য কুকুরকে মাস্ক পরিয়ে রাখছেন, তাহলে ছাগলকে কেন নয়! ঘ'টনাটি সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হওয়ার পরই হাসির রোল উঠেছে। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে