সোমবার, ২৭ জুলাই, ২০২০, ০৬:৫২:৫৬

ভারতের কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান

ভারতের কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : বিরো'ধীয় কাশ্মীর সীমান্তে ভারতীয় কোয়াডকপ্টার ভূ'পা'তিত করার দাবি করেছে পাকিস্তান। তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানায়, রোববার ভারতীয় গোয়ে'ন্দা কোয়াডকপ্টারটি কাশ্মীরের পানাডু সেক্টরের আকাশসীমা ল'ঙ্ঘ'ন করে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করলে গু'লি করে ভূ'পা'তিত করা হয়। 

খবরে বলা হয়েছে, পাকিস্তানের ভূখণ্ডে ২০০ মিটার ভেতরে অনুপ্রবেশ করে ওই কোয়াডকপ্টারটি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, চলতি বছরে ভারতীয় অন্তত ১০টি কোয়াডকপ্টার ভূপা'তিত করা হয়েছে। জম্মু-কাশ্মীরের দুটি অংশের একটি পাকিস্তান ও অপরটি ভারত নিয়'ন্ত্রণ করে আসছে। এছাড়া ছোট একটি অঞ্চল চীনের দ'খলে রয়েছে। ১৯৪৭ সালে দেশ ভাগ থেকে বিরো'ধ চলে আসছে। প্রতিবেশী দেশ দুটি ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে তিনটি বড় যু'দ্ধে জড়িয়ে পড়ে। এর মধ্যে কাশ্মীর নিয়ে দুটি যু'দ্ধ হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে