আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে অ'গ্নিসং'যোগ করেছে অজ্ঞা'ত দুর্বৃ'ত্তরা। এই অ'গ্নি'কা'ণ্ডের সঙ্গে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা জড়িত বলে অভি'যোগ করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
পশ্চিম তীরের ওই এলাকার মালিকানা ইসরায়েলের দাবি করে হিব্রু ভাষায় মসজিদের প্রাচীরে বাইবেলের বরাত দিয়ে ঐতিহাসিক ও রাজনৈতিক পুরোনো স্লোগান 'এই ভূমি ইসরায়েলি জনগণের' লিখে দিয়েছে দু'র্বৃত্তরা।
মসজিদে অ'গ্নিসং'যোগের এই ঘটনার নি'ন্দা জানিয়েছেন ইসরায়েলের ক্যাবিনেট মন্ত্রী আমির পেরেৎজ। টুইটারে এক বার্তায় পশ্চিম তীরের আল-বাইরেহ এলাকার ওই মসজিদে অ'গ্নি'সং'যোগের সঙ্গে জড়িতদের বিচারের মু'খোমু'খি করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
ফিলিস্তিনি জরুরি সেবা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, ভোরের দিকে আল-বীর আল-সান মসজিদের জানালা দিয়ে ভেতরে বি'স্ফো'রক তরল ছিটিয়ে আ'গুন ধ'রিয়ে দেয়া হয়। এতে মসজিদের বাথরুম এলাকা পু'ড়ে গেছে।
তিনি বলেন, মসজিদের আশপাশে বসবাসকারী বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আ'গুন নি'ভিয়ে ফেলেছেন। তবে মসজিদের নামাজ পড়ার জায়গা অক্ষত রয়েছে। ফিলিস্তিনের ধর্মীয় কল্যাণবিষয়ক মন্ত্রণালয় এবং প্রধান সমঝোতাকারী সায়েব এরেকাত মসজিদে অ'গ্নিসং'যোগের জন্য ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারীদের দায়ী করেছেন বলে জানিয়েছে রয়টার্স। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটি বর্ণবাদী এবং জাতি-বি'দ্বে'ষ'মূলক কর্মকাণ্ড।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় পশ্চিম তীর দ'খলে নেয় ইসরায়েল। বর্তমানে এই এলাকায় ফিলিস্তিনের ৩০ লাখ মানুষের পাশাপাশি প্রায় ৪ লাখ বসতি স্থাপনকারী বসবাস করছেন। সূত্র : মিডল ইস্ট মনিটর।