মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ১০:৫৫:১১

'যে ভুল করেছেন, সময় থাকতে শুধরে নিন' ভারতকে চীনের হুঁ'শিয়ারি

'যে ভুল করেছেন, সময় থাকতে শুধরে নিন' ভারতকে চীনের হুঁ'শিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দ্বিতীয় দফার ৪৭টি চীনা অ্যাপ ব্যা'ন করা নিয়েও ক'ড়া প্রতিবা'দ করল বেজিং। নয়াদিল্লিকে রীতিমতো হু'মকির সুরে নয়াদিল্লিতে চীনা দূতাবাস বলেছে, 'সময় থাকতে ভুল শুধরে নিন'। পাশাপাশি উইচ্যাট-সহ চীনা অ্যাপগুলির উপর থেকে নিষে'ধা'জ্ঞা তুলে নেওয়ার আর্জিও জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র জি রং। 

তবে একই সঙ্গে চীনা ব্যবসায়ীদের আন্তর্জাতিক নি'য়মকা'নুন মেনে চলার আহ্বানও জানিয়েছেন তিনি। অন্যদিকে ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সূত্রে খবর, শুধু এই ৫৯টি এবং ৪৭টি নয়, সব মিলিয়ে মন্ত্রনালয়ে টেবিলের নীচে রয়েছে মোট ২৫০টি চীনা অ্যাপ। ফলে আরও অ্যাপ নি'ষি'দ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

'জাতীয় সুর'ক্ষার পক্ষে ক্ষ'তিকারক' এই অভি'যোগে গত ২৯ জুন টিকটকসহ ৫৯টি চিনা অ্যাপ নি'ষি'দ্ধ করে দেয় ভারত সরকার। তখনও ক'ড়া প্রতি'ক্রিয়া জানিয়েছিল বেজিং। এরপর গত কাল সোমবার আরও ৪৭টি অ্যাপ নি'ষি'দ্ধ ঘোষণা করেছে নয়াদিল্লি। এই অ্যাপগুলি মূলত আগের নি'ষি'দ্ধ অ্যাপগুলির ক্লোন হিসেবে কাজ করছিল। সেগুলির মধ্যে রয়েছে টিকটক লাইট, হেলো লাইট, শেয়া'রইট লাইট, বিগো লাইভ লাইট, ভিএফওয়াই লাইটের মতো অ্যাপ। দ্বিতীয় দফায় এই সব অ্যাপ নি'ষি'দ্ধ করায় ফের চ'টেছে বেজিং।

সেই প্রেক্ষিতেই এ দিন নয়াদিল্লির চিনা দূতাবাসের পক্ষে জি রং বিবৃতি দিয়ে বলেছেন, ''২৯ জুন ভারত সরকার উইচ্যাট-সহ চিনভিত্তিক ৫৯টি অ্যাপ নি'ষি'দ্ধ করেছে। এ্র ফলে চিনের সংস্থাগুলির ন্যায্য অধিকার কে'ড়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বেজিং নয়াদিল্লিকে জানিয়েছে এবং যে ভুল করেছে, তা সময় থাকতে শুধরে নেওয়ার কথা বলেছে।''

এর পাশাপাশি নিজেদের দেশের ব্যবসায়ীদের প্রতিও বার্তা দিয়েছেন জি রং। বলেছেন, ''আমি আশ্বস্ত করতে চাই যে, চিন সরকার প্রতিনিয়ত দেশের ব্যবসায়ীদের আন্তর্জাতিক নি'য়মকা'নুন মেনে ব্যবসা করার কথা বলেছে। তবে ভারতেরও উচিত চিনসহ বিদেশি বিনিয়োগকারীদের আইনি অধিকার সুর'ক্ষিত করা।'' জো'র করে বিষয়টিতে নয়াদিল্লি হ'স্তক্ষে'প করেছে বলেও মন্তব্য করেছে চিনা দূতাবাস। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে