আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও চীনের মধ্যে উ'ত্তেজনা বিরাজ করছে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘ'র্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। তারই জে'র ধ'রে এবার চীনকে ক'ড়া বার্তা দিতে সমুদ্রে রণসজ্জা তৈরি করল ভারত। ভারত মহাসাগরে সাজানো হল নৌবাহিনীর একগুচ্ছ যু'দ্ধজাহাজ।
দেশটির নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নৌসেনা প্রথম সারির সব যু'দ্ধ জাহাজ ও সাবমেরিন সাজিয়ে রেখেছে ভারত মহাসাগরে। গালওয়ান ভ্যালি থেকে শুরু হওয়া সংঘা'তের পর চীনকে যোগ্য জবাব ও বার্তা দিতেই এভাবে নৌসেনা জাহাজ সাজিয়েছে বলে জানা গেছে।