বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১২:২৭:৪৬

একইসঙ্গে ইমরান খানের দুই বিশেষ সহকারীর পদত্যাগ

একইসঙ্গে ইমরান খানের দুই বিশেষ সহকারীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : সরকারের নীতিগত বিভিন্ন বিষয়ে ম'তানৈ'ক্যের জে'রে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বিশেষ সহকারী পদত্যা'গ করেছেন। তারা হলেন, ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জাফর মির্জা ও ডিজিটাল পাকিস্তান বিষয়ক বিশেষ সহকারী তানিয়া এইড্রাস। 

বুধবার একইসঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা। পাকিস্তানের বিরো'ধীদলগুলো থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের ২০ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার পরই এসব পদত্যাগের ঘোষণা আসল। নাগরিকত্ব নিয়ে তার ও সরকারের যে সমালো'চনা হচ্ছে সে কারণেই পদত্যা'গ করছেন বলে টুইট বার্তায় তানিয়া জানিয়েছেন।

পদত্যা'গ করলেও পাকিস্তানের সেবায় সবসময় নিয়োজিত থাকবেন এবং যে কোনো প্রয়োজনে ইমরান খানের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তানিয়া এইড্রাস। তানিয়ার পদত্যা'গের ঘোষণার পরপরই পদত্যা'গের কথা জানিয়ে টুইট করেন ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. মির্জা। সূত্র : ডন ও জিয়ো নিউজ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে