বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১০:৪৪:৫০

রাম মন্দিরের পুরোহিত করোনা আক্রা'ন্ত, ভিত্তিপ্রস্তর স্থাপনে শ'ঙ্কা

রাম মন্দিরের পুরোহিত করোনা আক্রা'ন্ত, ভিত্তিপ্রস্তর স্থাপনে শ'ঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : মহামা'রি করোনা ভাইরাসে প্রতিদিনই সং'ক্রমণের হার বাড়ছে ভারতে। বৃহস্পতিবার( ৩০ জুলাই) সর্বোচ্চ সংখ্যক ৫০ হাজার আক্রা'ন্ত হয়েছে। এদিকে আজই জানা গেল অস্থায়ী রামমন্দিরের অন্যতম পুরোহিতসহ মন্দির চত্বরে মোতায়েন ১৪ জন পুলিশ কর্মী করোনায় আক্রা'ন্ত হয়েছেন। এই প'রিস্থিতিতে আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রীসহ বহু গণ্যমান্যের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকা ঘিরে সং'শয় দেখা দিয়েছে।

রাম জন্মভূমি ট্রাস্ট জানিয়েছে, আক্রা'ন্ত পুরোহিতের নাম প্রদীপ দাস। তিনি প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের প্রধান সহকারী। গত শনিবার মুখ্যমন্ত্রী আদিত্যনাথের মন্দির ভ্রমণের সময় তিনি সারাক্ষণ তাঁর পাশে ছিলেন। ট্রাস্ট জানায়, প্রধান পুরোহিতেরও নমুনা পরীক্ষা হয়েছে। তিনি সুস্থ। অযোধ্যায় এই মু'হূর্তে করোনায় আক্রা'ন্তের সংখ্যা ৩৭৫। তবে ভারতের  প্রধানমন্ত্রীর সফরসূচি এখনো বাতিল হয়নি।

কয়েক দিন ধরে ভারতে দৈনিক ৪৭ থেকে ৪৮ হাজার নতুন রোগীর সন্ধান পাওয়া যাচ্ছিল। বুধ–বৃহস্পতিবার তা একলাফে ৫ হাজার বেড়ে ৫২ হাজার পেরিয়ে যায়। মৃ'ত্যু হয় ৭৭৫ জনের। দৈনিক মৃ'ত্যু ও সং'ক্রমণের সংখ্যায় এখন পর্যন্ত এটাই সর্বাধিক। এর ফলে ভারতে মোট সং'ক্রমিতের সংখ্যা দাঁড়াল পৌনে ১৬ লাখ। মাত্র ১৩ দিন সময় নিয়েছে সং'ক্রমণ ১০ থেকে পৌনে ১৬ লাখে পৌঁছাতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে