শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:১০:৪৫

কেন বাজার দখল করবে Motorola Edge 70 Fusion? তাহলে জানুন

কেন বাজার দখল করবে Motorola Edge 70 Fusion? তাহলে জানুন

গত মাসে ভারতে মোটোরোলা তাদের আল্ট্রা-থিন ডিজাইনের একটি স্মার্টফোন লঞ্চ করে আলোচনায় আসে। মাত্র 5.99mm থিকনেসের সেই ফোনটি বাজারে ভালো সাড়া ফেলেছিল। এবার সেই সিরিজের অধীনে নতুন Motorola Edge 70 Fusion স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। যদিও এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে নির্ভরযোগ্য সূত্রে ফোনটির ছবি ও স্পেসিফিকেশন লিক হয়ে গেছে।

ডিজাইন ও কালার অপশন

YTECHB-এর প্রতিবেদনে জানানো হয়েছে, Motorola Edge 70 Fusion ফোনটি Blue Sirf, Orient Blue এবং Sporting Green—এই তিনটি কালার অপশনে লঞ্চ হতে পারে। ফোনগুলোতে Pantone ফিনিশ ব্যবহার করা হবে এবং ব্যাক প্যানেলে নাইলন ও লিনেন ম্যাটেরিয়ালের সমন্বয় দেখা যেতে পারে।

লিক হওয়া ছবিতে দেখা গেছে, ফোনটির পেছনে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে তিনটি ক্যামেরা সেন্সর ও একটি LED ফ্ল্যাশ যুক্ত করা হয়েছে। ফোনটি খুবই স্লিম ডিজাইনের এবং এতে কার্ভড এজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ফোনটিকে প্রিমিয়াম লুক দিচ্ছে।

বিল্ড কোয়ালিটি ও প্রোটেকশন
লিক অনুযায়ী Motorola Edge 70 Fusion ফোনটি MIL-STD-810 মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনসহ আসতে পারে। পাশাপাশি এটি IP68 এবং IP69 রেটিং সাপোর্ট করবে, ফলে ধুলো ও পানির বিরুদ্ধে ফোনটি উন্নত সুরক্ষা দেবে।

ডিসপ্লে ফিচার
এই স্মার্টফোনে থাকতে পারে 6.78 ইঞ্চির 1.5K রেজোলিউশনের কোয়াড-কার্ভ AMOLED ডিসপ্লে। স্ক্রিনটি 144Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 5200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন থাকার সম্ভাবনা রয়েছে।

পারফরম্যান্স ও সফটওয়্যার
Motorola Edge 70 Fusion ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম এবং Hello UX ইন্টারফেসসহ লঞ্চ হতে পারে। পারফরম্যান্সের জন্য এতে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এই চিপসেটটি 4nm প্রযুক্তিতে তৈরি এবং এতে 8-কোর CPU রয়েছে, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.5GHz পর্যন্ত হতে পারে।

লিক হওয়া তথ্য অনুযায়ী ফোনটি 8GB ও 12GB RAM অপশনে বাজারে আসতে পারে, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য যথেষ্ট কার্যকর হবে।

ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Fusion-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 50MP প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ম্যাক্রো সেন্সর যুক্ত করা হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32MP ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

অফিসিয়াল ঘোষণার অপেক্ষা
উল্লেখ্য, Motorola Edge 70 Fusion ফোনটির এই সব তথ্য এখনো লিকের ওপর ভিত্তি করে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্পেসিফিকেশন ও দাম ঘোষণা করা হয়নি। তাই চূড়ান্ত তথ্য জানতে মোটোরোলার অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

Motorola Edge 70 সিরিজের আরেকটি মডেলের সম্ভাব্য তথ্য
অন্যদিকে, Motorola Edge 70 সিরিজের একটি মডেল 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে প্রায় 29,999 টাকা দামে লঞ্চ হতে পারে বলে জানা যাচ্ছে। এই ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর, 6.67 ইঞ্চির 1.5K pOLED ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি এবং 68W ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য এতে 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই মডেলটিও MIL-STD-810H সার্টিফিকেশন ও IP68 + IP69 রেটিং সহ আসতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে