শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ০৯:৫৫:৪৯

লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত

লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত

করোনাভাইরাস মহামারির কারণে এবার পবিত্র হজ পালিত হলো অনেকটা অচেনা রূপে, সীমিত পরিসরে, ক'ঠোর নিরাপত্তায়। পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে গতকাল বৃহস্পতিবার হজ পালন করেছেন অল্পসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান। হজের খুতবায় বৈশ্বিক মহামা'রি থেকে মুক্তি ও আল্লাহর রহমত কামনা করা হয়েছে। সৌদি আরবে আজ শুক্রবার উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

গতকাল সূর্যোদয়ের পর হজযাত্রীরা মিনা থেকে রওনা হন ঐতিহাসিক আরাফাতের ময়দানের দিকে। তাঁদের কণ্ঠে ছিল একটাই রব, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।

অন্যান্য বছরে যেখানে ২০ থেকে ২৫ লাখের বেশি মুসল্লির পদচারণে মুখর হয় আরাফাতের ময়দান, এবার করোনার কারণে বিধি-নিষেধে সেখানে শুধু সৌদিতে অবস্থানরত ১০ হাজার মুসল্লি সুযোগ পেয়েছেন বলে জানা গেছে।
তবে কোনো কোনো সূত্র এবার হজযাত্রীর সংখ্যা এক হাজার বলেও উল্লেখ করেছে। সৌদি আরবের বাইরের কাউকে এবার হজের সুযোগ দেওয়া হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে