সোমবার, ০৩ আগস্ট, ২০২০, ০৫:১৯:২৭

স্বাধীনতা কেড়ে নেয়ার অভিযোগে ২০ হাজার মানুষের বিক্ষোভ

স্বাধীনতা কেড়ে নেয়ার অভিযোগে ২০ হাজার মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা সত'র্কতার নামে স্বাধীনতা কেড়ে নেয়ার অ'ভিযো'গে হাজারো মানুষ বিক্ষো'ভ করেছে জার্মনির রাজধানী বার্লিনে। এক পর্যায়ে বিক্ষো'ভকারীদের সাথে হা'তাহা'তিতে ১৮ পুলিশ আহ'ত হয়। তবে শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ হয়।

করোনা সুর'ক্ষায় জার্মান প্রশাসনের সব বি'ধিনিষে'ধকে বুড়ো আঙুল দেখিয়ে শনিবার বার্লিনের বিভিন্ন সড়কে বিক্ষো'ভে অংশ নেয় অন্তত ২০ হাজার মানুষ। তাদের দাবি করোনা ভাইরাসের নামে মার্কেল সরকার নাগরিকদের স্বাধীনতা ও নাগরিক অধিকার হ'র'ণ করার পাঁয়তারা করছে। মার্কিন ধনকুবের বিল গেটসের ষ'ড়য'ন্ত্রে পা দেয়ারও অ'ভিযো'গ তোলেন তারা।

মহামা'রী করোনা কোন ষ'ড়য'ন্ত্র নয়, এটি যেমন সত্যি, তেমনি বিশ্বব্যাপী টিকা নিয়ে গবেষণার নানা ফাঁ'ক ফো'কর ও এই খাতে ব্যা'পক লু'টপা'ট নিয়েও সাধারণ মানুষের মধ্যে ভ'য় ঢুকেছে। বায়োটেক প্রতিষ্ঠানগুলো দ্রুত টিকা তৈরি করতে পারবে কি না তা নিয়েও স'ন্দে'হ রয়েছে। আর তার দায় পড়তে পারে রাজনীতিবিদদের ওপর।

বিক্ষো'ভ সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকেরই অ'ভিযো'গ, চ্যান্সেলর মার্কেল জার্মানির ৬০ থেকে ৭০ ভাগ মানুষ ভাইরাসে আ'ক্রা'ন্ত হবেন বললেও তেমনটা হয়নি। তিনি সাধারণ জনগণকে জু'জুর ভ'য় দেখিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছেন বলেও দাবি করেন তারা। অনেকেই আবার বলছেন, বাঁচতে হলে সুর'ক্ষাবিধির কোন বিক'ল্প নাই। এরই মধ্যে দেশটিতে আক্রা'ন্তের সংখ্যা দু লাখ ছাড়ানোর পাশাপাশি মৃ'তের সংখ্যা নয় হাজার দুশ' ছাড়িয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে