আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে এক ভ'য়াব'হ বি'স্ফো'রণ ঘ'টেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, এতে কয়েকশত মানুষ আহ'ত হয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হ'তাহ'ত নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে নিহ'ত হয়েছেন অসংখ্য মানুষ। স্থানীয় গণমাধ্যম অনুসারে, শহরের বন্দর এলাকায় বুধবার এ বি'স্ফো'রণ ঘটে।
কিছু গণমাধ্যমে দ্বিতীয় একটি বি'স্ফো'রণের কথাও বলা হয়েছে, তবে কর্তৃপক্ষ এ তথ্য নি'শ্চিত করেনি। ঠিক কী কারণে বি'স্ফো'রণগুলো ঘটেছে তা এখনো অনি'শ্চিত। ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রফিক হারিরির হ'ত্যাকা'ণ্ড নিয়ে এক মামলার রায় প্রকাশের আগ দিয়ে এ বি'স্ফো'রণ ঘ'টলো। এ খবর দিয়েছে বিবিসি ও আল জাজিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বি'স্ফো'রণের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, বিশাল পরিমাণে ধোয়া উড়ছে বন্দরের নিকটস্থ এলাকা থেকে। কিছুক্ষণের মধ্যেই বি'স্ফো'রণে ফেটে উঠে পুরো এলাকা। ধোয়ায় ঢেকে যায় চারপাশ। বি'স্ফো'রণের প্রভাবে সৃষ্ট 'শ'কওয়ে'ভ' ঘ'টনাস্থ'ল থেকে বহু দূর পর্যন্ত অসংখ্য ভবনের ব্যা'পক ক্ষ'তি সাধন করেছে।
আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর বৈরুত থেকে জানান, আমি বি'স্ফো'রণের জায়গা থেকে বহু কিলোমিটার দূরে ছিলাম, তা সত্ত্বেও আমার চারপাশের সব গ্লাস ভে'ঙে গেছে। তিনি আরো বলেন, পুরো শহরজুড়ে এ বি'স্ফো'রণের প্রভা'ব অনুভূত হয়েছে। রাস্তায় বি'শৃ'ঙ্খল অবস্থা তৈরি হয়েছে।
এদিকে, বিবিসি জানায়, সাবেক প্রধানমন্ত্রী হারিরির হ'ত্যাকা'ণ্ড নিয়ে রায় প্রকা'শের আগ দিয়ে এই ভ'য়া'ল বি'স্ফো'রণ ঘ'টলো। আগামী শুক্রবার জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল মা'মলার চার আসামিকে নিয়ে রায় দেওয়ার কথা রয়েছে। চার আসামিই ইরান-সমর্থিত সশ'স্ত্র দল হিজবুল্লাহর সদস্য।