বুধবার, ০৫ আগস্ট, ২০২০, ১০:৫৬:৪৮

ভ'য়া'বহ বৈ'রুত বি'স্ফো'রণে ৩.৫ মাত্রার ভূ-ক'ম্পন! ১০ কিলোমিটার দূরের বাড়িগুলোও ক্ষ'তিগ্র'স্ত

ভ'য়া'বহ বৈ'রুত বি'স্ফো'রণে ৩.৫ মাত্রার ভূ-ক'ম্পন! ১০ কিলোমিটার দূরের বাড়িগুলোও ক্ষ'তিগ্র'স্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভ'য়াব'হ বি'স্ফো'রণের ঘ'টনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে। এতে অন্তত ৭৮ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। আহ'ত হয়েছেন চার হাজারের বেশি। মঙ্গলবারের ভ'য়াব'হ এই বি'স্ফো'রণের ধরন কেমন ছিল তা আঁ'চ করা যায় জার্মানির জিওসায়েন্স সেন্টার-জিএফজেড এর তথ্যে।

প্রতিষ্ঠানটি জানায়, বৈরুতের বি'স্ফো'রক গু'দামের ওই বি'স্ফো'রণে ৩ দশমিক ৫ মাত্রার ভূ'মিক'ম্পের সৃষ্টি হয়। আলজাজিরা জানায়, ভ'য়া'বহ ওই বি'স্ফো'রণ অনু'ভূত হয় বৈরুত থেকে ২০০ কিলোমিটার দূরে ভূমধ্য'সাগরের অপর পাড়ের সাইপ্রাসেও।

ঘটনাস্থলের ১০ কিলোমিটার দূরের বাড়িগুলোও ক্ষ'তিগ্র'স্ত হয়েছে। এলাকায় স্থানীয়ভাবে তোলা ছবি ও ভি'ডিওতে ভা'ঙা কাচ ও দরজা-জা'নালার ভ'গ্নাংশ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। একটি গাড়ির ওপর আরেকটি গাড়িকে বি'ধ্ব'স্ত অব'স্থায় পড়ে থাকতে দেখা যায়।

লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈরু'ত বন্দরে একটি গু'দামে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের এ বি'স্ফো'রণ ঘটে। সেখানে ছয় বছর ধরে বি'স্ফো'রকগুলো অর'ক্ষি'ত অব'স্থায় পড়েছিল।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন টুইটারে বলেছেন, গত ছয় বছর ধ'রে অর'ক্ষি'তভাবে পড়ে থাকা এসব বি'স্ফো'রকে সৃষ্ট দু'র্ঘটনার জন্য ‘দায়ীদের চ'ড়া মূল্য দিতে হবে’। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার রাষ্ট্রীয় শো'ক ঘোষণা করার পর মন্ত্রিসভার জ'রু'রি বৈ'ঠক ডেকেছেন। পাশাপাশি দুই সপ্তাহের জ'রুরি অবস্থা ঘো'ষণার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে