বুধবার, ০৫ আগস্ট, ২০২০, ১২:০৪:৪৪

মুসলিম ভূখণ্ড থেকে ইসলামের শ'ত্রুদের নি'শ্চিহ্ন করা হবে: আইআরজিসি

 মুসলিম ভূখণ্ড থেকে ইসলামের শ'ত্রুদের নি'শ্চিহ্ন করা হবে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হ'ত্যার আবারও ক'ঠিন প্র'তিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বায়তুল মোকাদ্দাস মুক্ত করা এবং মুসলিম ভূখণ্ড থেকে ইসলামের শ'ত্রুদের নি'শ্চিহ্ন করা পর্যন্ত শহীদ সোলাইমানির পথ ধ'রে এগিয়ে যাবে তার বাহিনী।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রো'ন হা'মলা চা'লিয়ে হ'ত্যা করে মার্কিন সেনারা। হা'মলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরও ৮ কমান্ডার শহীদ হন। এই হ'ত্যাকা'ণ্ড বিশ্বব্যাপী তো'লপাড় সৃষ্টি করে। নি'ন্দার ঝড় উঠে সর্বত্র।

সেটি স্মরণ করে জেনারেল সালামি তেহরানে এক অনুষ্ঠানে বলেন, শ'ত্রু ভুল করে একথা ভাবে যে, মহান ব্যক্তিদের হ'ত্যা করার মাধ্যমে ইসলামি বিপ্লবী চেতনা মু'ছে ফেলা যাবে। কিন্তু গত ৪০ বছরে এ ধরনের অসংখ্য হ'ত্যাকা'ণ্ড প্রমাণ করেছে, শহীদদের র'ক্ত বি'প্লবের গতিপথকে আরও সচল করে দেয়। সোলাইমানির র'ক্ত কখনোই বৃথা যাবে না। এই হ'ত্যাকা'ণ্ডের ক'ঠিন ব'দলা নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে