নামাজের সুযোগ চাওয়ায় ২০০ শ্রমিক চাকুরিচ্যত
আন্তর্জাতিক ডেস্ক : নামাযের সুযোগ চাওয়ায় প্রায় ২০০ শ্রমিককে চাকুরিচ্যুত করা হয়েছে। একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় নামাজের জন্য প্রয়োজনীয় জাগয়ার দাবি করে মিছিল করেছিলেন তারা। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এই অন্যায়ের শিকার মুসলিমদের বেশিরভাগই সোমালি অভিবাসী। কারখানাটি ডেনভার থেকে ৭৫ মাইল দূরে ফোর্ট মর্গানে অবস্থিত।
দেশটির ইসলামিক সংগঠন ও কোম্পানিটির বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।
দা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) জানায়, কারগিল মিট সিলউশন্স নামের ওই কারখানার ম্যানেজাররা মুসলিম শ্রমিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে।
কেয়ারের মুখপাত্র জেলানি হুসেন ইউটিউবে পোস্ট করা এক বার্তায় বলেন, দীর্ঘদিন যাবৎ এখানকার শ্রমিকরা নামাজের সুযোগ পেলেও এখন তাদের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে আর তারা এর প্রতিবাদ জানান।
ইসলামী বিধানমতে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বাধ্যতামূলক। তিনি বলেন, এসব শ্রমিকরা ভালো এবং তাদের ব্যাপারে অন্য কোনো ইস্যু নেই।
তবে কোম্পানির মুখপাত্র মাইক মার্টিন বলেছেন, তারা সাধ্যমত সব শ্রমিককে ধর্মকর্ম পালনের সুযোগ করে দেন। তিনি বলেন, মিছিলের পর তিন ধরে কাজে যোগ না দেয়ায় ১৯০ শ্রমিককের চাকুরিচ্যুত করা হয়েছে।
কারগিলের ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বের ৬৮টি দেশে তাদের কারখানায় ১ লাখ ৫৫ হাজার লোক কাজ করেন।
০১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�