শনিবার, ০৮ আগস্ট, ২০২০, ১১:২২:০০

লেবাননের বৈরুত বন্দর পুনর্নির্মাণে সহায়তা করবে তুরস্ক

লেবাননের বৈরুত বন্দর পুনর্নির্মাণে সহায়তা করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : ভ'য়াব'হ বি'স্ফো'রণে লেবাননের রাজধানী বৈরুতের বড় একটি অংশ ধ্বং'সের পর বন্দর পুনর্নির্মাণে সহায়তার কথা জানিয়েছে তুরস্ক। শনিবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতাই এ প্রস্তাব দেন। এসময় তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

আউনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জানান, তার দেশ বৈরুত বন্দর পুনর্নির্মাণে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। বৈরুত বন্দর পুনর্নির্মিত না হওয়া পর্যন্ত তুরস্কের ভূমধ্যসাগরীয় মাইসিন বন্দর লেবাননকে শুল্ক ছাড় ও বড় ধরনের চালানের জন্য গুদাম ব্যবহারের সুবিধা দিয়ে সাহায্য করতেও প্রস্তুত আছে।

তিনি বলেন, ''আমরা বলেছি, মাইসিন থেকে ছোট জাহাজে করে ও পরিবহনের অন্যান্য উপায় ব্যবহার করে লেবাননে পণ্য পাঠানো যেতে পারে।'' চিকিৎসার জন্য আহ'ত লেবাননিদের তুরস্কের এয়ার অ্যাম্বুলেন্স করে তুরস্কে নেয়া যেতে পারে বলেও জানিয়েছেন ফুয়াদ উকতাই। ইতিমধ্যে লেবাননে ত'ল্লা'শি ও উ'দ্ধা'রকারী দল পাঠানোর পাশাপাশি মেডিকেল টিমও পাঠিয়েছে তুরস্ক। সূত্র : আনাদোলু ও ডেইলি সাবাহর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে