শনিবার, ০৮ আগস্ট, ২০২০, ১১:৩৬:৫২

ভারত সীমান্তে চীনের ১৫ হাজার সেনা, বৈঠকে নয়া দিল্লী

ভারত সীমান্তে চীনের ১৫ হাজার সেনা, বৈঠকে নয়া দিল্লী

আন্তর্জাতিক ডেস্ক : সেনা প্রত্যাহার নিয়ে চীনের সঙ্গে আবারও আলোচনায় বসেছে ভারত। দেপসাঙ থেকে সেনা সরানো নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গত কয়েক দিন ধ'রেই দেপসাঙে দুই দেশের সেনা মোতায়েনকে ঘিরে চা'পা উত্তে'জনা বিরাজ করছিল। 

পরিস্থিতি যাতে আরও উত্ত'প্ত না হয়, সে কারণেই শনিবারের এই বৈঠক হয়েছে। ভারতের পক্ষে মেজর জেনারেল অভিজিৎ বাপত এবং তিন মাউন্টেইন ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং (জিওসি) বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে দেপসাঙে চীনের সেনা মোতায়েনের বিষয়টি তুলে ধ'রা হয়। 

পাশাপাশি, ওই এলাকায় ভারতীয় সেনার ট'হলদারিতে বা'ধা দেয়ার প্রসঙ্গটিও তোলা হয়। ভারতের দাবি, দেপসাঙের বি'পরীতে প্রায় ১৫ হাজার সেনা, ট্যাঙ্ক, কামান মোতায়েন করেছে চীন। লাদাখের উত্তরে অবস্থিত দেপসাঙের র'ণ-কৌ'শলগত গুরুত্ব রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে