শনিবার, ০৮ আগস্ট, ২০২০, ১১:৫৯:১০

উত্তপ্ত লেবাননে পদত্যাগ করলেন চার সংসদ সদস্য

উত্তপ্ত লেবাননে পদত্যাগ করলেন চার সংসদ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন বন্দরে ব্যা'পক বি'স্ফো'রণের পর ক্রমবর্ধমান জনগণের ক্ষো'ভের মধ্যে লেবাননের চারজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন। লেবাননের কাতায়েব পার্টির তিনজন সংসদ সদস্য এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য বলেছেন যে, তারা ১২৮ সদস্যের সংসদ থেকে পদত্যা'গ করছেন।

পদত্যা'গের পর সংসদ সদস্য নাদিম গেমায়েল বলেন, ''আমরা এবং আরো কয়েকজন সম্মানিত সংসদ সদস্য রাজনৈতিক প্রভা'বশা'লীদের মুখোশ খুলে দেব।'' কাতায়েব পার্টির মহাসচিব নিজার নাজারিনের অন্ত্যে'ষ্টিক্রিয়া চলাকালীন সময়ে গেমাইল বলেন, বৈরুত বি'স্ফো'রণ 'নতুন লেবাননের জন্ম দেবে'। নিজার বি'স্ফো'রণে প্রাণ হা'রান এবং দলটি লেবাননের সংসদে মাত্র তিনটি আসন পেয়েছে।

এদিকে নারী সংসদ সদস্য পলা ইয়াকুবিয়ানও তার পদত্যা'গের কথা ঘোষণা করেছেন। তিনি লেবাননের অন্যান্য আইন প্রণেতাদের প্রতিও একই আহ্বান জানিয়েছেন। তিনি টুইটারে বলেন, ''ভেতর থেকে বিরো'ধিতা আর কাজে লাগবে না।'' এই সপ্তাহের শুরুতে লেবাননের ডেমোক্রেটিক দলের সংসদ সদস্য মারওয়ান হামাদেহ বৈরুত বন্দর বিস্ফোরণের প্রতি'বাদে সংসদ থেকে পদত্যা'গ করেন।

মঙ্গলবারের বি'স্ফো'রণে অন্তত ১৫৪ জন নিহ'ত এবং প্রায় ৭ হাজার জন আহ'ত হয়েছে। বি'স্ফো'রণে লেবাননের রাজধানীর বেশ কয়েকটি এলাকা ব্যা'পকভাবে ক্ষ'তিগ্র'স্ত হয়েছে। লেবাননের কর্মকর্তারা বলছেন, গত ছয় বছর ধরে বন্দরে অনিরা'পদভাবে মজুদ করা ২ হাজার ৭৫০ টন অ্যামো'নিয়াম না'ইট্রে'ট বি'স্ফো'রণের ফলে এই বি'স্ফো'রণ ঘ'টেছে। সরকার এই ঘ'টনার ত'দন্তের জন্য একটি তদ'ন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে, যা ঘ'টেছে যখন লেবানন তার সবচেয়ে খা'রাপ অ'র্থনৈ'তিক সং'কটের মধ্যে পড়ছে। সূত্র : আন্দোলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে